সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
https://www.obolokon24.com/2016/10/saidpur_2.html
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। তাঁর নাম কায়ছার আলী (২৪)। সৈয়দপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল ও হোম সিগন্যালের মধ্যবর্তী স্থানে গত শনিবার সন্ধ্যায় ওই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে সন্ধ্যা ৭ টায় খুলনার উদ্দেশ্যে ছাড়ে। ট্রেনটি সৈয়দপুর স্টেশনের আউটার - হোম সিগল্যানের মধ্যবর্তী স্থানে পৌঁছলে কায়ছার আলী (২৪) নামের ওই যুবক সৈয়দপুর -পাবর্তীপুর রেলওয়ে লাইন মক্কা হোটেলের সামনে দিয়ে পার হচ্ছিল। রেলওয়ে লাইন পার হওয়ার এক পর্যায়ে হাতে থাকা তাঁর মোবাইল ফোনটি রেলওয়ে লাইনেও উপর পড়ে যায়। পরবর্তীতে সেটি রেলওয়ে লাইন থেকে তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সে। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। নিহত কায়সারের বাড়ি সৈয়দপুর শহরের মুন্সিপাড়ায় ইসলামিয়া স্কুল সংলগ্ন এলাকায়। বাবার নাম মৃত. নাছিম বলে জানা যায়।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-ইমরান জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু(ইউডি) মামলা হয়েছে।
সৈয়দপুরে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। তাঁর নাম কায়ছার আলী (২৪)। সৈয়দপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল ও হোম সিগন্যালের মধ্যবর্তী স্থানে গত শনিবার সন্ধ্যায় ওই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে সন্ধ্যা ৭ টায় খুলনার উদ্দেশ্যে ছাড়ে। ট্রেনটি সৈয়দপুর স্টেশনের আউটার - হোম সিগল্যানের মধ্যবর্তী স্থানে পৌঁছলে কায়ছার আলী (২৪) নামের ওই যুবক সৈয়দপুর -পাবর্তীপুর রেলওয়ে লাইন মক্কা হোটেলের সামনে দিয়ে পার হচ্ছিল। রেলওয়ে লাইন পার হওয়ার এক পর্যায়ে হাতে থাকা তাঁর মোবাইল ফোনটি রেলওয়ে লাইনেও উপর পড়ে যায়। পরবর্তীতে সেটি রেলওয়ে লাইন থেকে তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সে। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। নিহত কায়সারের বাড়ি সৈয়দপুর শহরের মুন্সিপাড়ায় ইসলামিয়া স্কুল সংলগ্ন এলাকায়। বাবার নাম মৃত. নাছিম বলে জানা যায়।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-ইমরান জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু(ইউডি) মামলা হয়েছে।