পাগলাপীরের পানবাজারে জমজমাট জুয়ার আসর
https://www.obolokon24.com/2016/10/rangpur_85.html
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি:
রংপুরের পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের পানবাজারের বিভিন্ন স্থানে চলছে জমজমাট জুয়ার আসর। প্রতিরোধে থানা পুলিশ প্রশাসন ও ইউপি চেয়ারম্যান মেম্বারদের তেমন কোন ভ’মিকা না থাকায় এলাকার সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পরছেন বলে অভিযোগ উঠিছে। যানাগেছে গত ৯ মাস ধরে পানবাজারের মাঝি পাড়ায় সন্তোষের বাঁশ ঝারের নিচে সহ পানবাজার সংলগ্ন বিভিন্ন পাড়া মহল্লায় বাঁশ সহ নানান গাছ গাছরার নিচে পুকুর পাড়ে বাড়িতে এবং বিভিন্ন গোডাউন চাতালের পার পরিত্যাক্ত দোকান ঘরের ভিতরে প্রত্যাহ দিবারাত্রী চলছে তাশ দিয়ে দুরি ফিস, জোড়া মিল, কাটাকাটি, নাইন কার্ড, নেপচু, হাজারী নামে হরেক রকমের জুয়া খেলা। এলাকাবাসীর অভিযোগ উক্ত স্থানের জুয়ার আসরগুলিতে শিক্ষিত বেকার যুবক রিক্সা ভ্যান অটো চালক কাচা বাজারের আলু পিয়াজ দোকানী পান সিগারেট চায়ের দোকানী ক্ষুদ্র ব্যবসায়ী সহ বিভিন্ন বয়সের মানুষ সেখানে ধাবিত হয়ে নিস্ব সর্বশান্ত হচ্ছে। অনেকে জুয়ার আসরের টাকা সংগ্রহ করতে গিয়ে এলকায় চুরি ছিনতাই টাউটামী বাটপারীসহ নানা অসামাজিক কার্যকলাপে জরিয়ে পরছে। এব্যাপারে পানবাজার এলাকার সচেতন মহল উক্ত স্থানের জুয়ার আসর গুলি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের দৃষ্টি কামনা করছে।
রংপুরের পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের পানবাজারের বিভিন্ন স্থানে চলছে জমজমাট জুয়ার আসর। প্রতিরোধে থানা পুলিশ প্রশাসন ও ইউপি চেয়ারম্যান মেম্বারদের তেমন কোন ভ’মিকা না থাকায় এলাকার সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পরছেন বলে অভিযোগ উঠিছে। যানাগেছে গত ৯ মাস ধরে পানবাজারের মাঝি পাড়ায় সন্তোষের বাঁশ ঝারের নিচে সহ পানবাজার সংলগ্ন বিভিন্ন পাড়া মহল্লায় বাঁশ সহ নানান গাছ গাছরার নিচে পুকুর পাড়ে বাড়িতে এবং বিভিন্ন গোডাউন চাতালের পার পরিত্যাক্ত দোকান ঘরের ভিতরে প্রত্যাহ দিবারাত্রী চলছে তাশ দিয়ে দুরি ফিস, জোড়া মিল, কাটাকাটি, নাইন কার্ড, নেপচু, হাজারী নামে হরেক রকমের জুয়া খেলা। এলাকাবাসীর অভিযোগ উক্ত স্থানের জুয়ার আসরগুলিতে শিক্ষিত বেকার যুবক রিক্সা ভ্যান অটো চালক কাচা বাজারের আলু পিয়াজ দোকানী পান সিগারেট চায়ের দোকানী ক্ষুদ্র ব্যবসায়ী সহ বিভিন্ন বয়সের মানুষ সেখানে ধাবিত হয়ে নিস্ব সর্বশান্ত হচ্ছে। অনেকে জুয়ার আসরের টাকা সংগ্রহ করতে গিয়ে এলকায় চুরি ছিনতাই টাউটামী বাটপারীসহ নানা অসামাজিক কার্যকলাপে জরিয়ে পরছে। এব্যাপারে পানবাজার এলাকার সচেতন মহল উক্ত স্থানের জুয়ার আসর গুলি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের দৃষ্টি কামনা করছে।