প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি’র মামলা দায়ের
https://www.obolokon24.com/2016/10/rangpur_83.html
মামুনুর রশিদমেরাজুল-রংপুরপীরগঞ্জেথেকেঃ
ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেইসবুকে পোস্ট করার অভিযোগে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে রংপুরের ১০০ (এক শ’) কোটি টাকার মানহানীর মামলা হয়েছে।
রোববার দুপুরে রংপুরের মূখ্য বিচারক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি রেজাউল হক রেজা জানান, আদালতের বিচারক মোশতাক আহমেদ দন্ডবিধির ৫৫০ ও ৫০১ ধারায় দায়ের করা বাদির অভিযোগ আমলে নেন। তবে অভিযোগ সাইবার সংক্রান্ত হওয়ায় বিচারক তা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ২৫ সেপ্টেম্বর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী তার নিজস্ব ফেইসবুক আইডিতে স্ট্যাটাসে লেখেন ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেইসবুকে পোস্ট করেন।
বাদির আইনজীবী খন্দকার রফিক হাছনাইন বলেন, আসামির এ ধরণের কর্মকান্ড ফৌজদারী অপরাধের সামিল।