হজ্বে পাঠাতে ব্যর্থ হওয়ায় পীরগঞ্জে হজ্ব লাইসেন্সের বিরুদ্ধে জিডি!

মামুনুর রশিদ মেরাজুল,মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ
 
পীরগঞ্জের ২৩ জনকে হজ্বে পাঠাতে ব্যর্থ হওয়ায় হজ্ব লাইসেন্সের বিরুদ্ধে আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি থানায় জিডি করেছেন। বৃহষ্পতিবার বিকেল ৫টায় জিডিটি করা হয়েছে।
জানা গেছে, চলতি বছর ঢাকার ওভারসীজ হজ্ব লাইসেন্স নং- ১৪১৫ এর কর্তৃপক্ষের সাথে দেড়শ টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে চুক্তিনামা করে পীরগঞ্জের আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি ২৩ জনকে হজ্বে পাঠানোর জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, পীরগঞ্জ শাখার মাধ্যমে ৩৬ লাখ প্রদান করেন। কিন্তু হজ্ব লাইসেন্সটি একজনকেও হজ্বে পাঠাতে পারেনি। একপর্যায়ে উল্লেখিত হজ্ব লাইসেন্স কর্তৃপক্ষ নগদ টাকা না দিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ঢাকার গুলশান শাখার ২টি চেকের মাধ্যমে আরিফুলকে ২৫ লাখ টাকার চেক দেয়। এরমধ্যে ১৬ লাখ টাকার চেক নং- ৯ইঠ-২৯৪৩২৬৯ (২১/০৯/২০১৬ইং) এবং ৯ লাখ টাকার চেক নং ৯ইঠ-২৯৪৩২৭০ (০৫/১০/২০১৬ইং)। উল্লেখিত চেক ২টি উক্ত হজ্ব লাইসেন্সের স্বত্ত্বাধিকারী শফিকুল ইসলাম ফেরত পেতে পীরগঞ্জের আরিফুলকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে সম্পুর্ন টাকা ফেরতসহ জীবনের নিরাপত্তা চেয়ে আরিফুল পীরগঞ্জ থানায় জিডি করেছেন। জিডি নং- ২৭৮ (তং-৬/১০/১৬)।

পুরোনো সংবাদ

রংপুর 3586688297427901571

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item