১ দিনের ছুটি ২ দিনে !

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর)ঃ

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে হিজরী নববর্ষের ১ দিনের ছুটি পৃথকভাবে ২ দিনে ভোগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পীরগঞ্জ উপজেলার বেসরকারী মাদরাসাগুলোতে ওই ছুটি ভোগ করা হয়েছে। আগের দিন স্কুল ও কলেজগুলোতে ওই ছুটি ছিল।
জানা গেছে, গত সোমবার (৩ অক্টোবর) হিজরী নববর্ষের ছুটির দিন ছিল। ওই দিনে উপজেলার প্রায় দু’শত বেসরকারী স্কুল ও কলেজগুলো বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার বেসরকারী মাদরাসাগুলোতে ওই ছুটি ছিল। এ ব্যাপারে উপজেলার জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন- মাদরাসা বোর্ডের ছুটির তালিকায় হিজরী নববর্ষের ছুটি মঙ্গলবার থাকায় আমরা তা ভোগ করেছি। অপরদিকে খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোমিনুল ইসলাম জানান- বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা মোতাবেক আমরা সোমবার ছুটি ভোগ করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মাহতাব হোসেন বলেন, নববর্ষের ছুটি তো একদিনেই পালিত হয়ে থাকে। বাংলা ও ইংরেজি নববর্ষের ছুটি নির্দিষ্ট তারিখেই সরকারী-বেসরকারী-স্বেচ্ছাসেবীসহ সকল প্রতিষ্ঠান ভোগ করে। কিন্তু হিজরী নববর্ষের ক্ষেত্রে মাদরাসার ছুটির তালিকা কেন এমন হলো, তা বলতে পারছি না।

পুরোনো সংবাদ

রংপুর 3233076499435363578

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item