১ দিনের ছুটি ২ দিনে !
https://www.obolokon24.com/2016/10/rangpur_67.html
মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর)ঃ
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে হিজরী নববর্ষের ১ দিনের ছুটি পৃথকভাবে ২ দিনে ভোগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পীরগঞ্জ উপজেলার বেসরকারী মাদরাসাগুলোতে ওই ছুটি ভোগ করা হয়েছে। আগের দিন স্কুল ও কলেজগুলোতে ওই ছুটি ছিল।
জানা গেছে, গত সোমবার (৩ অক্টোবর) হিজরী নববর্ষের ছুটির দিন ছিল। ওই দিনে উপজেলার প্রায় দু’শত বেসরকারী স্কুল ও কলেজগুলো বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার বেসরকারী মাদরাসাগুলোতে ওই ছুটি ছিল। এ ব্যাপারে উপজেলার জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন- মাদরাসা বোর্ডের ছুটির তালিকায় হিজরী নববর্ষের ছুটি মঙ্গলবার থাকায় আমরা তা ভোগ করেছি। অপরদিকে খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোমিনুল ইসলাম জানান- বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা মোতাবেক আমরা সোমবার ছুটি ভোগ করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মাহতাব হোসেন বলেন, নববর্ষের ছুটি তো একদিনেই পালিত হয়ে থাকে। বাংলা ও ইংরেজি নববর্ষের ছুটি নির্দিষ্ট তারিখেই সরকারী-বেসরকারী-স্বেচ্ছাসেবীসহ সকল প্রতিষ্ঠান ভোগ করে। কিন্তু হিজরী নববর্ষের ক্ষেত্রে মাদরাসার ছুটির তালিকা কেন এমন হলো, তা বলতে পারছি না।
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে হিজরী নববর্ষের ১ দিনের ছুটি পৃথকভাবে ২ দিনে ভোগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পীরগঞ্জ উপজেলার বেসরকারী মাদরাসাগুলোতে ওই ছুটি ভোগ করা হয়েছে। আগের দিন স্কুল ও কলেজগুলোতে ওই ছুটি ছিল।
জানা গেছে, গত সোমবার (৩ অক্টোবর) হিজরী নববর্ষের ছুটির দিন ছিল। ওই দিনে উপজেলার প্রায় দু’শত বেসরকারী স্কুল ও কলেজগুলো বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার বেসরকারী মাদরাসাগুলোতে ওই ছুটি ছিল। এ ব্যাপারে উপজেলার জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন- মাদরাসা বোর্ডের ছুটির তালিকায় হিজরী নববর্ষের ছুটি মঙ্গলবার থাকায় আমরা তা ভোগ করেছি। অপরদিকে খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোমিনুল ইসলাম জানান- বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা মোতাবেক আমরা সোমবার ছুটি ভোগ করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মাহতাব হোসেন বলেন, নববর্ষের ছুটি তো একদিনেই পালিত হয়ে থাকে। বাংলা ও ইংরেজি নববর্ষের ছুটি নির্দিষ্ট তারিখেই সরকারী-বেসরকারী-স্বেচ্ছাসেবীসহ সকল প্রতিষ্ঠান ভোগ করে। কিন্তু হিজরী নববর্ষের ক্ষেত্রে মাদরাসার ছুটির তালিকা কেন এমন হলো, তা বলতে পারছি না।