পাগলাপীরে হাইওয়ে সড়কে পুলিশের অভিযানে বাস কোর্স নিবিঘেœ চলাচল করছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে হাইওয়ে পুলিশের নিরবিচিছন্ন অভিযানে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের উপর অটো সিএনজি ভটভটি সহ নানা হালকাপাতলা যাত্রীবাহী পরিবহন গুলি চলাচল বন্ধ হওয়ায় বাস কোর্স ট্রাক দুরপাল্লার ভারী যানবাহন গুলি নিবিঘেœ চলাচল করছে। জানা গেছে সাম্প্রতি হাইওয়ে তারাগঞ্জ থানার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহেল বাকীর নেতৃত্বে হাইওয়ে পুলিশের নিরবিচ্ছিন্ন অভিযানে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের রংপুর মহানগরীর সিও বাজার হতেসৈয়দপুরের কামার পুকুর ৩০ কিলোমিটার পর্যন্ত সড়কের উপর দিয়ে অটো সিএনজি রিস্কা ভ্যান সহ নানা হালকাপাতলা যাত্রীবাহী পরিবহন গুলির চলাচল বন্ধ হয়েছে। এর ফলে হাইওয়ে সড়কের উপর দিয়ে নির্বিঘেœ চলাচল করছে বাস কোর্স ট্রাক সহ দুর পাল্লার ভারী যানবাহন গুলি। তবে বিপাকে পড়েছেন পাগলাপীর হাজির হাট সিওবাজার শলেয়াশাহ্ বালাবাড়ী ইকরচালী তারাগঞ্জ খিয়ারজুম্মা চিকলী ও কামারপুকুর বাসস্ট্যান্ডের যাত্রীরা। এইসব স্ট্যান্ডের যাত্রীরা মিনিটের পর মিনিট দাড়িয়ে স্কুল কলেজ মাদ্রাসা হাটবাজার বাড়ী যাওয়া আসা কিংবা  প্রয়োজনের তাগিদে গন্তব্য স্থানে যাচেছ। পাগলাপীর সহ হাইওয়ে সড়কের উল্লেখিত বাসস্ট্যান্ডের যাত্রীদের অভিযোগ পুলিশের অভিযানে অটো সিএনজির চলাচল বন্ধ হওয়ার পর সড়কে বাস কোর্স সহ বড় ধরনের যাত্রী বাহী পরিবহনের সংখ্যা না বাড়ানোর কারণে অপেক্ষা আর দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। অপর দিকে এ বিষয়ে হাইওয়ে তারাগঞ্জ থানার ইনচার্জ ওসি আব্দুল্লাহেল বাকী প্রতিনিধিকে জানান, হাইওয়ে পুলিশের নিরবিচ্ছিন্ন অভিযানে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের বিশেষ করে সিও বাজার হতে কামার পুকুর সড়কের ৩০ কিলোমিটার যানজট দুর্ঘটনা কমতে শুরু করেছে। তিনি আশা করেন অভিযান অব্যহত থাকলে আর কোন দুর্ঘটনায় যাত্রীদের প্রাণ হানির কবলে পড়তে হবে না।

পুরোনো সংবাদ

রংপুর 3682629057564054157

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item