এবার শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
https://www.obolokon24.com/2016/10/nobel-prize.html
ডেস্কঃ
শান্তিতে এবারের নোবেল পুরস্কার জয় করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। দেশটির ফার্ক গেরিলাদের সাথে কলম্বিয়া সরকারের করা ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদন করায় তাকে এ পুরস্কার দেয়া হয়। ওই চুক্তির পর দীর্ঘ প্রায় ৫ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে। অবশ্য দেশটিতে গণভোটে চুক্তিটি প্রত্যাখ্যাত হয়। তবে শান্তি প্রতিষ্ঠার চেষ্টার স্বীকৃতি হিসেবে এবার এবার তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এক সংবাদ সম্মেলনে চলতি বছরের পুরস্কার ঘোষণা করে।
৪ বছরের আলোচনার পর গত ২৩ সেপ্টেম্বর দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) নেতা টিমোশেনকো ও কলম্বিয়ার মধ্য-ডানপন্থী সরকারের প্রধান হুয়ান ম্যানুয়েল সান্তোস ওই চুক্তিতে সই করেন। তিউনিসিয়ার নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী সেই ৪ সংগঠন হল- তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন (ইউজিআইটি); দি তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্র্যাফটস (ইউটিআইসিএ); তিউনিসিয়ান হিউম্যান রাইটস লিগ (এলটিডিএইচ) এবং তিউনিসিয়ান অর্ডার অব ল’ইয়ারস।
পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন তিনি। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার। ‘জেসমিন বিপ্লবের’ পর গৃহযুদ্ধের দুয়ারে থাকা তিউনিসিয়াকে শান্তিপূর্ণ জাতীয় সংলাপের মধ্যদিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার স্বীকৃতি হিসেবে গতবছর শান্তিতে নোবেল পায় আলোচনায় মধ্যস্থতাকারী ৪ সংগঠন।
শান্তিতে এবারের নোবেল পুরস্কার জয় করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। দেশটির ফার্ক গেরিলাদের সাথে কলম্বিয়া সরকারের করা ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদন করায় তাকে এ পুরস্কার দেয়া হয়। ওই চুক্তির পর দীর্ঘ প্রায় ৫ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে। অবশ্য দেশটিতে গণভোটে চুক্তিটি প্রত্যাখ্যাত হয়। তবে শান্তি প্রতিষ্ঠার চেষ্টার স্বীকৃতি হিসেবে এবার এবার তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এক সংবাদ সম্মেলনে চলতি বছরের পুরস্কার ঘোষণা করে।
৪ বছরের আলোচনার পর গত ২৩ সেপ্টেম্বর দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) নেতা টিমোশেনকো ও কলম্বিয়ার মধ্য-ডানপন্থী সরকারের প্রধান হুয়ান ম্যানুয়েল সান্তোস ওই চুক্তিতে সই করেন। তিউনিসিয়ার নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী সেই ৪ সংগঠন হল- তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন (ইউজিআইটি); দি তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্র্যাফটস (ইউটিআইসিএ); তিউনিসিয়ান হিউম্যান রাইটস লিগ (এলটিডিএইচ) এবং তিউনিসিয়ান অর্ডার অব ল’ইয়ারস।
পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন তিনি। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার। ‘জেসমিন বিপ্লবের’ পর গৃহযুদ্ধের দুয়ারে থাকা তিউনিসিয়াকে শান্তিপূর্ণ জাতীয় সংলাপের মধ্যদিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার স্বীকৃতি হিসেবে গতবছর শান্তিতে নোবেল পায় আলোচনায় মধ্যস্থতাকারী ৪ সংগঠন।