নীলফামারীতে শিক্ষাগুরু আবু নাজেম মোহাম্মদ আলী স্মরণে স্মরণ সভা
https://www.obolokon24.com/2016/10/nilphamari_52.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৫ অক্টোবর॥
নীলফামারীর শিক্ষাগুরু প্রয়াত ‘আবু নাজেম মোহাম্মদ আলী’ স্মরণে বুধবার নীলফামারীতে স্মরণ সভা করেছে শিশু একাডেমি। সকালে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে সাবেক সাংসদ এ, কে, এমডি জোনাব আলী, স্বাচিব সেক্রেচারী মজিবুল হাসান চৌধুরী শাহিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল, নারীনেত্রী দৌলত জাহান ছবি ও নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন বানু বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ।
শিক্ষা বিস্তারে আবু নাজেম মোহাম্মদ আলীর কথা উল্লেখ করে বক্তারা বলেন, তিনি ছিলেন প্রকৃত সমাজ সেবক। নারীদের শিক্ষার জন্য বাড়ি বাড়ি গিয়ে তিনি উৎসাহ যোগাতেন। ছাত্রী হোস্টেল নির্মাণসহ দরিদ্রদের জন্য বই খাতা কিনে দেয়াসহ আর্থিক ভাবে সহযোগীতা করতেন।
প্রসঙ্গত ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আবু নাজেম মোহাম্মদ আলী ১৯৮০সালের ৫জানুয়ারী মৃত্যু বরণ করেন। তিনি নীলফামারী-০২(সদর) আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুরের বাবা