ডোমারে জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান লাঞ্ছিতর ঘটনায় হামলা, আহত ৩।
https://www.obolokon24.com/2016/10/jorabari.html
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩জন আহত হয়েছে। সরেজমিনে যানাযায়, মাননীয় সংসদ সদস্যের অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আবুল হাচানের ছেলে মিজানুরের সাথে সাবেক ছাত্রনেতা আতাউর রহমান সাজুর বাকবিতর্ক হয়। এরই জের ধরে ৭অক্টোম্বর শুক্রবার দুপুর ১২টায় মিরজাগঞ্জ রেল স্টেশন বাজার মাদ্রাসা মাঠে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং সকলের সামনে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত হতে হয়।
এরই ধারাবাহিকতায় চেয়ারম্যানের ছেলে মিজানুর ও মমিনুর তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাজু ও তার ভাই রাজুকে বেধরক মারধর করে। তাদের আঘাতে দু ভাই গুরুত্বর আহত হয়। পরে তাদের নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে চেয়ারম্যানের পক্ষের আব্দুল হাকিম নামক ১ব্যাক্তি আহত হয় এবং তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্্ের ভর্তি করে। এনিয়ে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে. ঘটনাটি টব অব-দ্যা টাউনে পরিনত হয়েছে। বিষয়টি সমাধান না হলে, বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারনা করেন।