৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব কাল থেকে শুরু
https://www.obolokon24.com/2016/10/durga.html
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর :
আগামী কাল ৭ অক্টোবর থেকে শুরু হ”্ছে সনাতন হিন্দু সম্প্রদায়দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী স্বারদীয় দুর্গা পুজা উৎসব ২০১৬। ওই দিন সন্ধ্যা গোধুলী লগ্নে মহাষষ্ঠী পুজা পালনের মধ্য দিয়ে শুরু হবে টানা ৫ দিন ব্যাপী ্এ উৎসব । ১১ অক্টোবর সন্ধ্যা গোধুলী লগ্নে মহা বিজয় দশমী পালনের মধ্য দিয়ে শেষ হবে স্বারদীয় দুর্গা উৎসব । এদিকে স্বারদীয় দুর্গা উৎসবকে ঘিরে বাঙ্গালী সনাতন হিন্দু ধর্মাবলী ধনী গরীব সহ সকল শ্রেনী গোষ্ঠীর মাঝে বিরাজ করছে দুর্গা উৎসাহ আমেজ। অপরদিকে উৎসবকে ঘিরে দুর্গা মন্দির ও মন্ডবগুলোতে চলছে এখন ব্যাপক প্রস্তুতি । ইতিমধ্যে বিভিন্ন প্রতিমা মন্ডবগুলোতে আয়োজকদের পক্ষথেকে নির্মান করা হচ্ছে গেট, তোড়ন ও আলোক সজ্জ্বায় সজ্জিত করা হচ্ছে।