ডোমারের আমবাড়ীর জোড়া খুনের মুলহোতা নিশান আটক।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ-

নীলফামারীর ডোমার আমবাড়ীর দুই স্কুল ছাত্রের জোড়া খুনের মুল হোতা নিশানকে আটক করেছে আদালত। ২০১৩ সালের ৪ঠা জানুয়ারী উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের নাউয়ার হাট এলাকায় গোমনাতী ইউনিয়নের দক্ষিন আমবাড়ী গ্রামের প্রবাসী আলেক উদ্দিনের ছেলে মমিনুজ্জামান শান্ত (১৫) ও মোজাফ্ফর হোসেনের ছেলে সুমন বাবু (১৪) লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার ১০ দিন পরে জিজ্ঞাসার জন্য রুবেল, মুক্ত এবং শুভ নামে ৩ ছাত্রকে থানায় ডেকে নিয়ে যায় পুলিশ । পরে তাদের জড়িত সন্দেহে গ্রেফতার করে। তারা ৩জন থানা ও আদালতে ১৬৪ মতে খুনের ঘটনা শিকার করেন। তাদের জবান বন্দি মতে এলাকার বদিউজ্জামান মঞ্জুর পুত্র নিশানের হুকুমে ১০ হাজার টাকা নগদ প্রদান করে হত্যা কান্ডটি ঘটিয়েছে। নিহত শান্তর পিতা আলেক উদ্দিন বাদী হয়ে ডোমার থানার মামলা নং-২/১৪ দায়ের করে। মামলার তদন্তকারী অফিসার মঞ্জুর কাছে মোটা অংকের উৎকোচ নিয়ে নিশানের নাম বাদ দিয়ে প্রতিবেদন দেয়। বিষয়টি নিয়ে তোলপাড় সৃস্টি হলে পরে মামলাটি সিআইডি তদন্তে নিশানের নাম অন্তভুক্ত হয়। গত সোমবার নিশান আদালতে হাজির হয়ে জামিন চাইলে, নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেড আদালতের বিচারক ছামিউল ইসলাম তার জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণ করেন। অপরদিকে ৩ আসামী মুক্ত, শুভ জামিনে রয়েছে এবং রুবেল যশোহর কারাগার থেকে পলাতক রয়েছে। সন্তানের খুনির দৃষ্টান্ত মূলক শান্তির জোর দাবী জানান নিহতের পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 6006206193902376811

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item