ফুলবাড়ী ২৯ বিজিবি কতৃক সীমান্তে অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার ৯৯৯ বোতল ফেন্সিডিল সহ আটক ১ ॥
https://www.obolokon24.com/2016/10/dinajpur_7.html
মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার ৯৯৯ বোতল ফেন্সিডিল ও ৩ টি ইয়াবা সহ ১ জনকে আটক করেন। দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুরের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ নুরুল আমিন গত ৬ অক্টোবর রাত্রী৮টায় গোপন সুত্রে সংবাদ পেয়ে খিয়ারতলী এলাকার ধান ক্ষেতে উৎ পেতে থাকলে চোরাকারবারীরা একটি পোটলা নিয়ে যেতে থাকে এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে পোটলা ফেলে পালিয়ে যায় ।
আটক কৃত পোটলাটি উদ্ধার করে ক্যাম্পে এনে ৬৬৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায় বলে যানান। অপর দিকে ফুলবাড়ী ২৯ বিজিবির টহল দল নিয়োমিত অভিযান চালিয়ে গত ৪ঠা অক্টোবর বিরামপুর থেকে ১৩০ বোতল ফেন্সিডিল আটক করেন।
২৯ বিজিবির আওতায় দাইনুর ক্যাম্প কমান্ডার গত ৫ই অক্টোবর সীমান্তে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল ও ৩ টি ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করেন । আটক কৃত ব্যাক্তি হলেন দিনাজপুর সদর উপজেলার দক্ষিন দাইনুর গ্রামের পিতা অঞ্জাত মোঃ সাহিনুর আলম (৩৫)। আটক কৃত ব্যাক্তির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা করেন। আটক কৃত ৯৯৯ বোতল ফেন্সিডিলের মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কোরবান আলীর সাথে কথা বললে তিনি আটকের কথা যানান।