দিনাজপুরের হিলি সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:
- দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তের অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় গরু মোটাতাজাকরণের ২ লাখ ৫০ হাজার পিস প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১লা অক্টোবর (শনিবার) সকালে হিলি সোনাপুর সড়ক থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৫০ লাখ টাকা।

বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার একেএম মোস্তফা জানান, সকালে হিলি-সোনাপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪টি বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যায় একদল চোরাকারবারী। পরে ওই ব্যাগগুলো থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এর আগে ৩০ই সেপ্টেম্ববর (শুক্রবার) বিজিবির অভিযানে ওই সীমান্ত থেকে ৪৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ২ লাখ ২৫ হাজার পিস নেশাজাতীয় এনসিপ ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে, বলে জানিয়েছেন তিনি।

পুরোনো সংবাদ

দিনাজপুর 217784682461428655

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item