রাণীশংকৈলে গবাদী পশুকে বিনামূল্যে ক্ষুরা রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে
https://www.obolokon24.com/2016/09/thakurgaon_69.html
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিষদের অর্থায়নে এবং প্রাণীসম্পদ কর্তৃপক্ষের সহযোগীতায় ৩ হাজার গরুকে বিনামূল্যে ক্ষুরা রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে। কৃষি ও প্রাণীসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় প্রায় ৩৬ হাজার কৃষক পরিবার রয়েছে তারা ২ লক্ষ ১০ হাজার গরু পালন করে থাকে । তার মধ্যে উপজেলা পরিষদের উদ্যোগে ৩ হাজার গরুকে ক্ষুরা রোগের ভ্যাকসিন বিনামুল্যে দেওয়া হয়েছে। ১২ দিন যাবৎ উপজেলার ইউনিয়ন এবং পৌরসভায় ক্যাম্পিং এর মাধ্যমে গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। শেষ হয়েছে ২৯ সেপ্টেম্বর হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে ভ্যাকসিনের মাধ্যমে। সমাপণী এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাঃ নাহিদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম পুতুল , প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম, চেয়ারম্যান আঃ রহিম, আঃ রউফ, আলহাজ¦ এনামুল হক, জিতেন্দ্র নাথ রায়, মাহাবুব আলম। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামীতে ৫ হাজার গরুকে ক্ষুরা রোগের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে।