সৈয়দপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
https://www.obolokon24.com/2016/09/saidpur_30.html
তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও আলোচনা মধ্যদিয়ে গতকাল ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) জাতীয় কন্যা শিশু দিবস- ২০১৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে “শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী এতে সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সভায় সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও উপজেলা মহিলা সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে সকাল ১০ টাক থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী,নারী সমিতির সদস্যরা অংশ নেন।