রংপুরের পীরগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ
https://www.obolokon24.com/2016/09/rangpur_67.html
মামুনুর রশিদ মেরাজুল-রংপুর পীরগঞ্জেথেকেঃ
শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক শনিবার সারাদেশের ন্যায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার স্কুল-কলেজ-মাদরাসা সমুহে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দেশে অব্যাহত জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রংপুরের পীরগঞ্জ পৌরসভার আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও জাফরপাড়া কামিল মাদ্রাসা, রাধাকৃষ্ণপুর নেজামিয়া দাখিল মাদ্রাসা, আব্দুল্যাপুর জান মামুদ উচ্চ বিদ্যালয়, রায়পুর বহু-মূখী উচ্চ বিদ্যালয়, চাঁন্দের বাজার উচ্চ বিদ্যালয়, পার হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়, কালসারডাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারপুর উচ্চ বিদ্যালয়, ঘোলা মতিউর রহমান উচ্চ বিদ্যালয়, খেজমতপুর উচ্চ বিদ্যালয়, বিষ্ণপুর বেনীমাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ভেন্ডাবাড়ী মহিলা কলেজ, কে, জে, ইসলাম স্কুল এন্ড কলেজ, হরিণ শিং বাজার নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, শানেরহাট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সব গুলি কলেজ, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুর, কলেজ ও মাদসায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবশে বক্তারা বলেন, সঠিক ধর্মীয় শিক্ষা এবং মানবিক মূল্যবোধ না থাকা স্বেচ্ছাচারী চিন্তা-চেতনা কখনই জাতির কল্যাণ বয়ে আনতে পারেনা। এধরনের শিক্ষার অনুপস্থিতির কারণে আমাদের সমাজে সন্ত্রাসবাদের সৃষ্টি হয়। এধরনের সমস্যা থেকে উত্তরনের জন্য সকলস্থরের পেশাজীবী ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। পাশাপাশি নিজ নিজ সন্তানদের সঠিক খোজ খবর রাখতে অভিভাবকদের আহব্বান জানান বক্তারা।সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টিকারী ও মদদ-দাতাদের কঠোর ভাবে দমন করার অঙ্গীকার করেন। সভা শেষে অনেক প্রতিষ্ঠান থেকে জঙ্গিও সন্ত্রাসবাদ বিরোধী র্যালি বের করা হয়।