প্রধানমন্ত্রী স্বপ্নপুরুণে রংপুর জেলা পরিষদ প্রশাসকের উন্নয়নের ধারা অব্যাহত

 হাজী মারুফ :

আংশিক নয় পুরোটাই বাস্তবায়নে ২০১৫-১৬ অর্থ বছরে রংপুর জেলা পরিষদ এডিপি
বরাদ্দগুলো প্রকল্পের কাজ সুষ্ঠভাবে হয়েছে । এডিপি সাধারণ ৪৫০.০০ লক্ষ ৫২৪টি প্রকল্প, এডিপি সংশোধিত ২৪.০০ লক্ষ ২৭টি প্রকল্প ।এডিপি সংশোধিত ১৭.২৫লক্ষ ১৯টি । জেলা পরিষদের রাজস্ব খাতে হতে সেবামুলক খাতে হতদ্ররিদ্র, অসহায়,চিকিৎসা,স্কুল কলেজ ভর্তি সহ বিভিন্ন সামাজিক কাজে ৩২৫ জনকে ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন । মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় ৩.০০লক্ষ । বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি শিক্ষার জন্য কম্পিউটার সরবরাহ ২.২৫ লক্ষ । দরিদ্র ও মেধাবী ছাএ /ছাএীদের শিক্ষা বৃত্তি প্রদান ২৮৯ জন ৪.১৭ লক্ষ । দরিদ্র অসহায় মহিলাদের আতœকর্মসংস্থানের লক্ষে বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান  ৯০জন ৭.২৫লক্ষ । শিক্ষিত বেকার যুব/যুবাদের আতœকর্মসংস্থানের লক্ষে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন প্রদান ৬০জন  ২.২৫ লক্ষ । এছাড়াও ৮ উপজেলা ইউনিয়নগুলোতে স্কুল মাদ্রাসা,মন্দির,মসজিদ কবরস্থাস, শশান সংস্কার সহ নানামুখি উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে । রংপুরে তৃণমুল আ”লীগ নেতাকর্মীরা ও সচেতন মহল বলেন রংপুর নগরবাসী দীর্ঘদিনের দাবী জাতির পিতা বঙ্গবন্ধুর মুর‌্যাল তৈরী করে জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ ব্যাপক প্রশংসিত হয়েছেন ।

পুরোনো সংবাদ

রংপুর 4286994368447785386

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item