ডোমারে নাবিল পরিবহনের ফিরতি টিকিট উধাও।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে নাবিল পরিবহনের ঈদ পরবর্তি ফিরতি টিকিট উধাও হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। এনিয়ে কাউন্টার কর্তৃপক্ষের যোগাযোগ করেও কাউকে পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ ভ’ক্তভোগীদের। সরেজমিনে জানাগেছে,ঈদুল আজাহার ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ করতে আসা যাত্রীরা ঈদ করে নির্ধারিত সময়ে ঢাকায় ফেরার জন্য কাউন্টারে আগাম টিকিটের জন্য গেলে ১৬ই সেপ্টম্বর থেকে ১৮ সেপ্টম্বরের টিকিট শেষ হয়ে গেছে বলে তাদের জানানো হয়, যে দু একটি টিকিট আছে তাও পিছনের সিটের অথবা ইঞ্জিন কভারের। অবশ্য সাধারণ যাত্রীরা কাউন্টার কর্তৃপক্ষের এমন কথা মানতে নারাজ। তাদের মতে এখনো সব যাত্রী ঢাকা থেকে ঈদ করতে ডোমারে এসে পৌছেনি। তার আগেই কারা এই বিপুল পরিমান টিকিট পকেটস্থ করলো। এমন প্রশ্ন এখন সকল টিকিট প্রত্যাশিদের। এবিষয়ে চিকন মাটি গ্রামের  রুবেল ইসলাম,হেলাল,থানা পাড়া এলাকার সোহাগ, প্রতিবেদকে জানান,গত ১লা সেপ্টম্বর বৃহস্পতিবার ডোমার নাবিল কাউন্টার কর্তৃপক্ষ ফিরতি আগাম টিকিট দেয়ার কথা জানালে আমরা সকাল ৯টায় সেখানে গেলে কাউন্টার মালিক আলম আমাদের জানায় আমাদের হাতে থাকা সকল টিকিট ইতি মধ্যে বিক্রি হয়ে গেছে।টিকিট ছাড়ার আগেই এতাগুলো টিকিট কিভাবে শেষ হলো? যাত্রীদের এমন প্রশ্ন এড়াতে কাউন্টার ১টার মধ্যে বন্ধ করে দেয়। এমনকি তাদের ব্যবহৃত মুঠো ফোনটি ও সে সময় বন্ধ পাওয়া যায়। তারা আরো জানায়,যাত্রীদের কাছে নাবিল পরিবহন এলাকায় একটি জনপ্রিয় পরিবহন। বিপুল পরিমান যাত্রীদের কথা বিবেচনা করে পরিবহনের মালিক ডোমারে টিকিট ও গাড়ীর সংখ্যা বাড়িয়েছে। অথচ কাউন্টার কর্তৃপক্ষ যাত্রীদের কথা বিবেচনায় না এনে তারা অতিমুনাফার পায়তারা করছে। ঈদের পরে টিকিট পাওয়া যাবে ঠিকই তবে তা নিতে হবে চড়া দামে। অপর টিকিট প্রত্যাশী জাহাঙ্গীর জানান, অনেক সময় কাউন্টার কর্তৃপক্ষ স্বজন প্রীতির মধ্যে টিকিট দিচ্ছে অথচ আমরা গেলে টিকিট শেষ হয়ে গেছে বলে সাফ জানিয়ে দেয়া হচ্ছে। যাত্রীরা নাবিল পরিবহন কর্তৃপক্ষের কাছে বিষয়টির আশু সমাধানের জোর দাবী জানিয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 400816994916005783

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item