সৈয়দপুরের ছয়টি কলেজে জিপিএ-৫ পেয়েছে ৪৫৪ শিক্ষার্থী
https://www.obolokon24.com/2016/08/saidpur_18.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৮ আগষ্ট॥
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৩টি কলেজের মধ্যে ছয়টি কলেজ থেকে তিন বিভাগে জিপিএ ৫ পেয়েছে ৪৫৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩৬ জন, মানবিকে ১০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আটজন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ ৫। শতভাগ পাস করেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে উপজেলার ১৩টি কলেজের মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ ৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে তিন বিভাগে ২১৯ জন জিপিএ ৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞানে ২১১ জন, মানবিকে পাঁচজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে তিনজন পেয়েছে জিপিএ ৫। আর ১৭৩ জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়। উপজেলার একমাত্র সরকারি এ শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ২১৭ জন। জিপিএ ৫ পেয়েছে ১৭৩ জন। উপজেলায় শুধুমাত্র এ প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাসের গৌরব অর্জন করেছে। গত বছর এ প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছিল ১২৪ জন।উপজেলায় জিপিএ ৫ প্রাপ্তির দিকে তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগে ৪৪ জন জিপিএ ৫ অর্জন করেছে। এর মধ্যে বিজ্ঞানে ৩৭ জন, মানবিকে চারজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে তিনজন। প্রতিষ্ঠানটিতে এবারের পাসের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩৮ ভাগ।