সৈয়দপুরে জাতীয় পতাকা অবমাননার দায়ে দুই জন আটক
https://www.obolokon24.com/2016/08/saidpur_15.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৫ আগষ্ট॥
জাতীয় পতাকা অবমাননার দায়ে দুইজনকে আটক করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সরকার এন্টারপ্রাইজ ও থানার সন্নিকটে ইউসুফ ব্রাদার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে জামাল উদ্দিন (৩০) ও মোকছেদুল ইসলাম (২৮) নামের ওই দুই যুবককে আটক করা হয়।পুলিশ জানায়, ইউসুফ ব্রাদার্স ও সরকার এন্টারপ্রাইজ নামক ওই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও কালো পতাকা একই খুঁটিতে উত্তোলন করা হয়। জাতীয় পতাকার উপরে টাঙ্গানো হয়েছে কালো পতাকা। এতে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়। তাই তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে জামাল উদ্দিন সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার হাফিজ উদ্দিনের পুত্র এবং মোকছেদুল চিরিরবন্দর উপজেলার চৌধুরীপাড়ার মতিয়ার রহমানের পুত্র। এরা ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, আটক দুই জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।