জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পরীক্ষার সময় ৩ ঘন্টা করার প্রতিবাদে কারমাইকেলে বিক্ষোভ
https://www.obolokon24.com/2016/08/rangpur_74.html
হাজী মারুফ :
১৭ আগস্ট কারমাইকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে অনার্স পরীক্ষার সময় ৪ ঘন্টা থেকে কমিয়ে সারে ৩ ঘন্টা করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে সমানে অবস্থান কর্মসুচী পালন করে। পরে সমাবেশ থেকে অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। অবস্থান কর্মসুচীতে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইমরান সরকার। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি হোজায়ফা সাকওয়ান জেলিড, প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাপলা রায়, ফাহমিদা আহম্মেদ প্রিয়াংকা, ইতিহাস বিভাগের শিক্ষার্থী চন্দনা রায়, ইংরেজী বিভাগের শিক্ষার্থী লিপি রায়, ফারজানা, আরিফ, শাহেদ, পরিমল প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়েল শত শত সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাগুলোর সমাধানের উদ্যোগ না নিয়ে সিলেবাস পরিবর্তন, পাশ-ফেলের নিয়ম পরিবর্তন, এবং পরীক্ষার সময় পরিবর্তন করছে। এর ফলে সমস্যার তো সমাধান হচ্ছে না উল্টো সংকট ঘনিভূত হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পরীক্ষার সময় ৩০ মিনিট কমানোর ফলে ফল বিপর্যয় হবে এবং শিক্ষার মান ক্রমাগত নি¤œগামী হবে। এই অবস্থা চলতে থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অথর্ব-অকার্যকর প্রতিষ্ঠানে পরিনত হবে। যার পরিনাম হবে শিক্ষাকে বেরসকারিকরণ ও বাণিজ্যিকিকরণের হাতে ছেড়ে দেয়া । সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার এই সংকটের বিরুদ্ধে দূর্বার আন্দোলন চালিয়ে যাবে এবং দাবি আদায় না হওয়া পযর্ন্ত আরো কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেয়।