জাতীয় শোক দিবসে জাতীয় পতাকার অবমাননা।একই পাইপে জাতীয় পতাকার উপরে কালো পতাকা
https://www.obolokon24.com/2016/08/national-flag.html
এ. আই পলাশ -
জাতীয় শোক দিবসে অবমাননা করা হলো জাতীয় পতাকার। নীলফামারী জেলাধীন ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্টস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকার পাইপেই কালো পতাকা লাগানো হয়েছে। বিধি মোতাবেক জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধ-নমিত থাকবে এবং তার পাশেই পৃথক পাইপ বা বাঁশে নির্ধারিত মাপের কালো পতাকা উত্তোলন করতে হবে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই পাইপে দুইটি পতাকা উত্তোলন করে জাতীয় পতাকার অবমাননার পাশাপাশি জাতীয় শোক দিবসকে অবমূল্যায়ন করেছেন। এব্যাপারে প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন - এটা কোন ব্যাপার না। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে তিনি তড়িঘড়ি করে ২.২৫ মিনিটে প্রতিষ্ঠানে এসে পতাকা দুটি নামিয়ে উপরের কালো পতাকাটি খুলে ফেলে শুধু জাতীয় পতাকা উত্তোলন করে চলে যান।