কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীকে হত্যার চেষ্টা
https://www.obolokon24.com/2016/08/kisargang_19.html
মোঃ শামীম হোসেন বাবু,কিশোগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রোগীকে বেড থেকে ডেকে নিয়ে এসে রাস্তায় প্রকাশ্যে দিবালোকে হত্যার উদ্দেশ্যে ছোড়া দিয়ে কোপাতে থাকে সন্ত্রাসীরা । এ সময় রোগীর চিৎকারে পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত কাল বৃহস্পতিবার সাড়ে ৫ টার সময় স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন ভবনের সামনে। আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ।
জানা গেছে নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর গ্রামের মান্নান মুন্সি ও আমীর আলী দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে মারামারী হয় গত রমজানের আগে। কিন্তু মান্নান মুন্সি ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার জুয়েল মিয়ার বিরুদ্ধে পক্ষ পাতিত্বের অভিযোগ তুলে গত কাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে তাকে মারধর করে। মেম্বার আহত অবস্থায় ওই দিনই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ভর্তির কথা শুনে মান্নান মুন্সি উপজেলার কেশবা গ্রামের কসাই আঃ গফুরের ছেলে স্বেচ্ছা সেবক লীগ নেতা রাসেল ও নৈশ কোচ কাউন্টারের মালিক মওলাকে লেলিয়ে দেয়। সন্ত্রাসীরা মেম্বারকে আলাপ করার কথা বলে স্বাস্থ্য কমপ্লের্কেরর নতুন ভবনের সামনে নিয়ে এসে এলোপাথারী ভাবে কোপাতে থাকে। মেম্বারের চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার অবস্থা মুমূর্ষ হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাথে সাথে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। জুয়েল মেম্বারের পাশের বেডের চিকিৎসাধীন রোগী মিনারুল ইসলাম লাট সাহেব বলেন মেম্বারকে কয়েক জন লোক আলাপ আছে বলে ডেকে নিয়ে গেল। পরে শুনি তাকে ছোড়া দিয়ে কোপিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত জরুরী বিভাগের ডাক্তার গাওসুল আজম জানান রোগীকে বেড থেকে ডেকে এনে কোপানোর কথা শুনে ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।