জলঢাকায় উপজেলা প্রশাসনের শোকর্যালী তে সর্বস্তরের মানুষের ঢল।
https://www.obolokon24.com/2016/08/jaldhaka_15.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ জাতির জনক বঙবন্ধু শেখ
মজিবর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নীলফামারী জলঢাকায়
সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে শোকর্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা
প্রশাসনের আয়োজনে এই শোকর্যালী তে সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে।
স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার নেতৃত্বে শোকর্যালীটি জলঢাকা
বাজার প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপষ্হিত
ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল
হক প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, জলঢাকা থানার অফিসার
ইনচার্জ মোস্তাফিজার রহমান, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম,
উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরি, কৃষকলীগ নেতা ও
সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মোহন্ত,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, আঃলীগ নেতা ও উপজেলা
ঘাদানিকের সম্পাদক অধ্যক্ষ একে আজাদ, মিরগন্জ ইউনিয়নের চেয়ারম্যান হুকুম
আলী, যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ। এর আগে মুক্তিযোদ্ধা
কমান্ড কাউন্সিল ও সন্তান কমান্ড, জলঢাকা কলেজ, রাবেয়া চৌধুরি মহিলা কলেজ,
বিএমআই, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা বিদ্যালয়, আলহেরা কেজি ও
মাধ্যমিক স্কুল, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, ড্রীমল্যান্ড শিশু নিকেতন ও
মটর শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে শোকর্যালী ও বঙবন্ধুর
প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নেয়।