ডোমারের বামুনীয়া ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজেট ঘোষনা।
https://www.obolokon24.com/2016/08/domar_39.html
জাহিদুল আলম প্রধান রফিক,ইউনিয়ন প্রতিনিধি:-
সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট এই স্লোগান সামনে রেখে ১৭আগষ্ট২০১৬ তারিখ বিকাল ৩.০০ঘটিকায় নীলফামারী জেলার ডোমার উপজেলার ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য উম্মুক্ত বাজেট সভা অনুষ্টিত হয় । বাজেট সভায় সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো:ওয়াহেদুজ্জামন (বুলেট)এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আলী, নির্বাহী পরিচালক, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান,মো: মমিনুর রহমান। পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় । ইউনিয়ন পরিষদের সচিব মো: হামিদুল ইসলাম ২০১৬-২০১৭ বছরের জন্য ১,৬৬,৩৪.৯৬৩(এককোটি ছেষ্িট্র লক্ষ চৌত্রিশ হাজার নয়শত তেষট্রি) টাকার খসড়া বাজেট জনগণের সামনে উপস্থাপন করেন। খসড়া বাজেট ঘোষণা করার পর উম্মুক্ত আলোচনা শুরু হয়। উম্মুক্ত আলোচনায় ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোছা: তানজিলা বেগম বলেন যে“ ইউনিয়ন পরিষদের প্রকল্প বাস্তবায়নে ২ টি কমিটি আছে একটি ওয়ার্ড কমিটি আরেকটি হচ্ছে সুপারভিশন কমিটি,যদি কমিটিগুলো তাদের দায়িত্ব পালন করে তাহলে কাজের গুনগত মানবাড়বে এবং জনগণ উপকৃত হবে ।২ নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদা বেগম বলেন বাজেট গতানুগতিক হয়েছে যা অনেকের পক্ষে বোধগম্য নয় তাই আমার প্রস্তাব বাজেট ভেঙ্গে ভেঙ্গে করলে জনগনের বুঝতে সুবিধা হয় এবং বাজেট নিয়ে কথা বলতে পারবে । বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জনগণ তাদের বিভিন্ন অভিযোগতুলে ধরেন এবং অনেক জনগুরুত্বপুর্ন প্রকল্প বাদ পরেছে যা বাজেটে সংযোজন করার জন্য প্রস্তাব করেন। প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আলী বলেন যে“ আমরা এখানে দেখতে পাচ্ছি জনগনের অংশগ্রহন নিশ্চিত হচ্ছে, বিশেষ করে নারীরা তাদের মতামত প্রকাশ করতে পারছে, বামুনিয়া ইউনিয়ন পরিষদ এভাবে কাজ করতে থাকলে এটি একটি মডেল ইউনিয়ন পরিষদ হতে পারবে”।উক্ত অনুষ্ঠানের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে জনগনের সহযোগিতা কামনা করে এবং সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।