প্রতিবারের মত এবারো ভালো করেছে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো

হাজী মারুফঃ
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো ভালো করেছে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠাগুলো। শুধুমাত্র রংপুর ক্যাডেট কলেজ ছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত ভাগ পাস করতে পারেনি কোন শিক্ষা প্রতিষ্ঠান।
দিনাজপুর বোর্ডের মধ্যে শতভাগ ফেল করা ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে  পীরগাছার সাতদরগা স্কুল অ্যান্ড কলেজের ৬ পরীক্ষার মধ্যে একজনও পাস করতে পারেনি। এই বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায়  রংপুরের ১৯ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
রংপুর ক্যাডেট কলেজের ৪৭ শিক্ষার্থীর মধ্যে ৪৬ জনই জিপিএ ৫ পেয়ে পাস করেছে। এর পরের অবস্থানে থাকা রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৯শ’ শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪শ’ ৮৪ জন। রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ৪শ ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩শ’ ২ জন। রংপুর সরকারী কলেজের ১ হাজার ২৯০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৮৬ জন। এ ছাড়া কারমাইকেল কলেজের ১শ’ ৪জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে এবং একে অপরকে মিষ্টি মুখ করায়।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item