দেখার কেউ নেই- পাগলাপীর এখন যানজটের শহর

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীর এখন যানজটের শহরে পরিণত হয়েছে। ইতিপূর্বে এ সংক্রান্ত রিপোর্ট স্থানীয় জাতীয় পত্র পত্রিকায় বহুবার প্রকাশিত হলেও প্রশাসনের টনকে না পরায় ফলে এ নিয়ে পাগলাপীরের বিভিন্ন মহলে  বিরাজ করছে চাপা ক্ষোভ বলে অভিযোগ উঠছে। জানাগেছে পবিত্র ঈদুল ফিতর উৎসবের পর থেকেই সপ্তাহ জুড়ে পাগলাপীর বন্দরে প্রত্যহ সকাল দুুপুর বিকেল সন্ধ্যা বিরতিহীন ভাবে যানজটের কবলে পথচারী সহ ভুক্তভোগী সাধারণ মানুষজনকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশেষ করে পাগলাপীর বন্দরের রংপুর বাসস্ট্যান্ড, ডালিয়া বাসস্ট্যান্ড, সৈয়দপুর দিনাজপুর বাসস্ট্যান্ড, বেতগাড়ী মোড়, শ্যামপুর লাহেড়ীরহাট মোড় সহ ৫টি সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান মোড়ে ভয়াবহ যানজট আকার করছে। সরেজমিনে পাগলাপীর রংপুর সদর উপজেলার অন্তর্ভুক্ত এলাকা হলেও মূলত পাগলাপীর রংপুর সদর গংগাচড়া তারাগঞ্জ বদরগঞ্জ ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সীমান্তর্বর্তী মধ্যবর্র্তী স্থান এবং পঞ্চরাস্তার মোড় বলে দেশের বিভিন্ন মহলে ব্যাপক পরিচিত রয়েছে পাগলাপীরের। পাগলাপীর বন্দরে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে ও জলঢাকা ডালিয়া বুড়িমারী সহ জনগুরুত্বপূর্ণ ৫টি মহাসড়ক রয়েছে। প্রত্যহ ৫টি মহাসড়কের উপর দিয়ে পাগলাপীর বন্দর হয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বাস কোর্স ট্রাক কার মাইক্রো সহ অসংখ্য নানা যানবাহন চলাচল করে থাকে। ফলে এইসব যানবাহনের প্রতিনিয়ত চলাচলে পাগলাপীর বন্দরে সকাল দুপুর বিকেল সন্ধ্যায় যানজটের গ্যাড়াকলে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী সহ সাধারন মানুষজন। তবে যানজট দিন দিন বেড়ে যাওয়ায় সড়ক দুর্ঘটনাও আশঙ্কা হাড়ে বেড়েই চলছে। গত ২০ বছরে পাগলাপীর বন্দরে যানজটের গ্যাড়াকলে ৮ জন ব্যক্তির প্রাণহানি ঘটেছে। পাগলাপীর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল হোসেন, পানসিগারেট ব্যবসায়ী লাজু জানান, স্থায়ী ভাবে পাগলাপীর বন্দরে যানজট নিরসনে ট্রাফিক সিগনালের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি বিরাজ করছে। মেসার্স আলম ব্রাদার্স এন্ড ভুইয়া বেকারীর প্রোপাইটার নুরুন্নবী জাহাঙ্গীর, কম্পিউটার ব্যবসায়ী মিলন কুমার রায় ও রিংকু সহ বিভিন্ন  মহল জানান, যানজট নিরসনে দরিদ্র ইলিয়াস আলী নামে এক যুবক ভাগ্যের অন্বেষণে যানজট নিরসনে দায়িত্ব কাধে তুলে নিলেও সরকারী বেসরকারী এমনকি স্থানীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার ভাগ্যে জোটেনি কোন বেতন ভাতাদি বা সাহায্য সহযোগীতা। তাই বিভিন্ন মহলের দাবী স্থায়ীভাবে পাগলাপীর বন্দরে ট্রাফিক সিগনাল স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 2403277792680019305

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item