সৈয়দপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু॥ চিকিৎসকের বাসা ভাঙচুর

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৩ জুলাই॥ 
ভুল চিকিৎসার অভিযোগে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের বাড়িতে মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভাঙচুরে ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় । এতে করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, শহরের মিস্ত্রীপাড়া মন্দির রোডের বাসিন্দা আমিনুল ইসলামের স্ত্রী রুমা (২২) তার ১১ বছরের মেয়ে মাহিকে অসুস্থতার জন্য মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে যান। তিনি রোগী দেখে ব্যবস্থাপত্র দেন। বাজার থেকে ওষুধ কিনে রোগীকে খাওয়ানোর পর আরো অসুস্থ্য হয়ে পড়ে শিশুটি।
স্বজনদের অভিযোগ, সন্থ্যায় শিশু  মাহিকে আবারো ডাক্তারের কাছে নেয়া হলে তিনি বাড়ির দরজা খুলতে দেরি করেন। তিনি অবহেলা করেছেন। আর এ কারণেই ঘটনার দিন রাত ১০টায় মাহি মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ও রোগীর স্বজনরা ডাক্তারের বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ডা. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, সকালে রোগী ভালো ছিল, রাতে মারা গেলে আমার করার কিছু নেই।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 6226096031498994416

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item