পাগলাপীরে কৃষকরা আমন রোপনে ব্যস্ত
https://www.obolokon24.com/2016/07/rangpur_23.html
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
বোরোর ধকল থেকে কুলে উঠতে না উঠতেই শুরু হয়েছে রংপুরের পাগলাপীরে ফসলী জমিতে আমন রোপনের মৌসুম। ফলে অঞ্চলজুড়ে ক্ষুদ্রবর্গা সহ প্রান্তিক কৃষকদের সঙ্গে তাল মিলিয়ে কৃষি শ্রমিক কামলা কিষানেরাও এখন জমিতে আমন রোপনে ব্যস্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যে অঞ্চলের কৃষকরা বাড়ি সংলগ্ন উচু ভিটে ডাঙ্গা জমিতে আগাম জাতের আমন চারা গাছ রোপন করেছেন। তবে পুরো পুরি আমন রোপন শুরু হতে সপ্তাহ দুয়েক সময় লাগবে বলে অঞ্চলের কৃষকরা জানান। জানাগেছে কৃষি নির্ভরশীল পাগলাপীর অঞ্চলটি। শতকরা ৮০ ভাগ মানুষ কৃষি ধান পাট গম আলু সরিষা ভুট্টা আখ ও তামাক সহ নানা মৌসুমী জমিতে চাষাবাদ করে পুরো বছর সংসার সংগ্রাম চালিয়ে যায়। চলতি বোরো মৌসুমে এ অঞ্চলের কৃষকরা নানা প্রতিকুলতা মোকাবেলা করিয়ে তারা ফসলী জমিতে সেচ নির্ভর ইরি বোরো ধান রোপন করে বাম্পার ফলন ফলিয়েছে। কিন্তু সেই ধান হাটবাজারে বিক্রির সময় ন্যায্য দাম না পাওয়ায় ব্যাপক ক্ষতির স্বীকার হন অঞ্চলের কৃষকরা। সেই ধকল থেকে কুলে উঠতে এবার অঞ্চলের কৃষকরা নব উদ্যোমে তারা ফসলী জমিতে এখন ব্যস্ত হয়ে পড়েছেন আমন রোপনে।