পাগলাপীরের ডালিয়া বাস স্ট্যান্ড মোর এখন খাল খন্দকে ভরপুর ।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
খাল খন্দকে ভরপুর হয়ে পড়ছে পাগলাপীর জলঢাকা ডালিয়া বুড়িমারী সড়কের জিরো পয়েন্ট রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরের ডালিয়া বাস স্ট্যান্ড মোড়টি। জানাগেছে পাগলাপীর বন্দরের ডালিয়া বাস্ট্যান্ড মোড়ে সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর খোয়া উঠে গর্ত সৃষ্টি হয়ে পড়ছে। এমনিতে পাগলাপীর জলঢাকা ডালিয়া বুড়িমারী সড়কটি উত্তরাঞ্চলের এক মাত্র ব্যস্ততম বানিজ্যিক সড়ক, তার উপর সড়কের উপর দিয়ে প্রত্যহ বিরতিহীন ভাবে বাস কোচ ট্রাক কার মাইক্রো মোটর সাইকেল অটো সিএনজি ভটভটি রিক্সা ভ্যান সহ দুরপাল্লার ভারী নানা যানবাহন চলাচলের সংখ্যা পূর্বের চেয়ে দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। ফলে পাগলাপীর জলঢাকা ডালিয়া বুড়িমারী সড়কে যানবাহন চলাচলের সংখ্যা দ্বিগুন বৃদ্ধি পাওয়ায় সড়কের ডালিয়া বাস স্ট্যান্ড মোড়ে গর্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় এখন যানবাহন চলাচলের অযোগ্যহয়ে পড়ার আশঙ্কা করছেন সড়কে চলাচলরত ভুক্তভোগী মহল।  তাই পাগলাপীর সহ সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের মালিক চালক ভুক্তভোগী মহল অবিলম্বে পাগলাপীর বন্দরের ডালিয়া বাস স্ট্যান্ড মোড়ে সড়ক টির সংস্কারের প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 1648900794641983778

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item