দরিদ্র ঘরের মেধাবী লতা -বই কেনার অনুদান পেল
https://www.obolokon24.com/2016/07/nilphamari_80.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৩ জুলাই॥
দরিদ্র ঘরের মেধাবী সন্তান লতা আক্তার। তাকে পাঠ্যপুস্তক ক্রয়ের জন্য আট হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে নীলফামারী সদর উপজেলা প্রশাসনের পক্ষে এই অনুদান তুলে দেন নির্বাহী কর্মকর্তা সাবেত আলী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার টুপামারি ইউনিয়নের চেয়ারম্যান মছিরত ফকির শাহ ও লতার দরিদ্র বাবা।জানা যায়,নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দিনমজুর আব্দুল লতিফের মেয়ে লতা আক্তার এ বছর টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উর্ত্তীর্ণ হয়েছে। দরিদ্র পরিবারের লতার বাবার তিন শতকের ভিটা মাটি বাড়ী ছাড়া আর কিছুই নেই। স্ত্রী, দুই মেয়ে ও ১ ছেলেকে নিয়ে তার সংসার চালাতে দিন মজুরী করতে হয়। এই উপার্জিত অর্থ দিয়ে ৩ সন্তানকে পড়াশুনা করাচ্ছেন তিনি।লতার পরিবারের জীবনী নিয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে তা নজরে আসে প্রধানমন্ত্রী কার্যালয়ের কেবিনেট ডিভিশনের নজরে আসে। কেবিনেট ডিভিশনের নির্দেশে নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন সদর উপজেলা নির্বাহী অফিসাকে লতার বিষয়ে খোঁজ খবর নিতে বলেন।নির্বাহী কর্মকর্তা সাবেত আলী জানান জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আজ বুধবার সকালে লতাকে ডেকে এনে কলেজে পড়া শোনার পাঠ্যপুস্তক ক্রয়ের জন্য তাৎনিকভাবে আট হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।