নীলফামারীতে জাতীয় ভিটামিন ক্যাম্পেইন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৬ জুলাই॥
“ভিটামিন ”এ” খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” প্রতিপাদ্যকে সামনে সারা দেশের ন্যায় নীলফামারীর ৬ উপজেলা ৪ পৌরসভা ও ৬০ ইউনিয়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়েছে। শিশুদের রাতকানা রোগ হতে রক্ষার্থে আজ শনিবার সকাল ৮টায় জেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক আফরোজা বেগম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান, ডাব্লু এইচও ডাঃ মিজানুর রহমান, ডাঃ আবু নাঈম আকন্দ, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, ইউনিসেফ প্রতিনিধি সানিয়া ইসলাম খন্দকার সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন। এই কার্যক্রম বিকাল ৫টা পর্যন্ত চলে।
সুত্র মতে, এবার ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ২৫৫ জন শিশু এবং এক  বছর থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৪৭ হাজার ৩৭৮ জন শিশুকে ভিটামিন ”এ” খাওয়ানো হয়েছে। এরমধ্যে আবার ৬ থেকে ১১ মাস বয়সী ৩১৬ জন ও ১ বছর থেকে ৫ বছর  বয়সী ৭০৫ জন প্রতিবন্ধী শিশু রয়েছে। এ জন্য ১৮৯ জন সুপারভাইজার ও ৪ হাজার ৯৮০ জন স্বেচ্ছাসেবক কর্মী দায়িত্ব পালন করেছে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 1567282849373185787

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item