জলঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন।
https://www.obolokon24.com/2016/07/jaldhaka_19.html
মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
" জল আছে যেখানে - মাছ চাষ সেখানে " এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন। মঙলবার সকালে অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন সাংবাদিকদের বলেন ১৮ -- ২৫ জুলাই পর্যন্ত সারাদেশব্যপী জাতীয় ভাবে মৎস্য সপ্তাহ পালন করছি। তিনি আরো বলেন এ উপজেলায় পানির অভাবে মৎস্য চাষ ব্যাহত হচ্ছে। জলঢাকায় প্রায় ৪ লক্ষ মানুষের জন্যে মাছের চাহিদা ৪ হাজার ৫৬০ মেট্রিকটন। উৎপাদন হচ্ছে ২ হাজার ৩৯ মেট্রিকটন।
ঘাটতি আছে ২ হাজার ৫২১ মেট্রিকটন। ব্যাপক মাছ চাষের মাধ্যমে জলঢাকার মানুষের আমিষের চাহিদা পুরন করা ছাড়াও বেকারত্ব দুরিকরনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে মাছ চাষ। এসময় উপষ্হিত ছিলেন ফিল্ড এ্যাসিস্টেন্ড বদিউর রহমান, অফিস সহকারি ইমরান আলী ও সাইফুল ইসলাম প্রমুখ।