জলঢাকায় কৃষকদের মাঝে বিনা মুল্যে পাওয়ার টিলার বিতরণ
https://www.obolokon24.com/2016/07/jaldhaka_12.html
মর্তুজা ইসলাম, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় কৃষি উৎপাদনে সরকারের সাফল্যের ধারাবাহিকতাকে সামনে রেখে ইন্ট্রিগ্রেটেড এগ্রিকালচারাল প্রডাক্টিভিটি প্রজেক্ট (আইএপিপি)এর আওতায় উপকার ভোগীদের মাঝে পাওয়ার টিলার বিতরন করলেন, নীলফামারী-৩ আসনের সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্তরে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, পল¬ী উন্নয়ন কর্মকর্তা বদরুদ্দোজা, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী প্রমুখ। পশ্চিম কাঠালী এলএফএস দল, সিংড়িয়া খামাত পাড়া এলএফএল দল, হাড়োয়া শিমুলবাড়ী এলএফএস দলের ৭৫ জন কৃষক কৃষাণী এর সুবিধা ভোগ করবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি উপসহকারী কর্তকর্তা আজিজুল হক।