গুলশান হামলায় ভিডিও দেখে ৪ জনকে সন্দেহ র‌্যাবের(ভিডিও সহ)

ডেস্কঃ
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে চিহ্নিত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই চারজনকে ১ জুলাই রাতে গুলশান হামলার দিন রেস্তোরাঁর সামনের সড়কে দেখা গিয়েছিল।সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে র‌্যাব এদের চিহ্নিত করেছে। এই চারজনের ভিডিও ফুটেজও র‌্যাব তাদের ফেসবুক পেজে আপলোড করেছে। র‌্যাব সদর দপ্তর থেকে তাদের ধরিয়ে দিতে অনুরোধ করা হয়েছে।চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এর পাশাপাশি সিলভার রঙের একটি মাইক্রোবাসকেও সন্দেহ করছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ বলেন, ভিডিও দেখে এই চারজনকে সন্দেহ করা হচ্ছে। তারা ওই দিনের ঘটনায় জড়িত থাকতে পারে। ভিডিও দেখে কেউ এদের শনাক্ত করতে পারলে ধরিয়ে দিতে তিনি অনুরোধ করেন।ভিডিওতে এই চারজনকে কয়েকবার আসা-যাওয়া করতে দেখা গেছে। একে অন্যের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এরা একটি জায়গাতেই অবস্থান করছিল।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4509679571777421487

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item