ডোমারের গোমনাতীতে নবম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা
https://www.obolokon24.com/2016/07/gomnati.html
জাহিদুল আলম প্রধান রফিক,ইউনিয়ন প্রতিনিধি-
নীলফামারীর ডোমারে রেশমা আক্তার(১৪) নামে নবম শ্রেনীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার দুপুরে উপজেলার গোমনাতী ইউনিয়নে এই আত্মহত্যার ঘটনা ঘটে।রেশমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌরঙ্গীবাজারের রমযান আলীর মেয়ে এবং বাড়ীর অতি নিকটে গোমনাতী বি এম স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী ছিল।রেশমার বাবা রমযান আলী জানান,তার ২ ছেলে ১মেয়ে।মেয়েটি সকাল ১১টার সময় বাসায় একা ছিল ।তার স্ত্রী পাশ্ববর্তী গোমনাতী বি এম স্কুল এন্ড কলেজের মাঠে ভুট্টা শুকাচ্ছিলেন এবং তিনি শশুর বাড়িতে গিয়েছিলেন।এ সময় পানির তৃষ্ণা মেটাতে মেয়েটির মা মাঠ থেকে বাড়ী আসে। হঠাৎ রেশমাকে তার শোয়ার ঘরের সরের সাথে গায়ের ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয় এবং মেয়েটির পা শুন্যে ভাসিয়ে তুলে।সে সময় তার চিৎকারে এলাকাবাসী এসে তাতে উদ্ধার করে আমবাড়ী যমুনা ক্লিনিকে নিয়ে যায়।ক্লিনিকে তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।রংপুর নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
আত্মহত্যার কারন জানা যাইনি।ডোমার থানারএস,আই খাদেমুল করিম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এলে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সহ পরিবারের লোকজন কোন অভিযোগ না দেওয়ায় তিনিলাশ দাফনের অনুমতি দেন।ডোমার থানার এস,আই, খাদেমুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন,কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আত্মহত্যার কারন জানা যাইনি।ডোমার থানারএস,আই খাদেমুল করিম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এলে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সহ পরিবারের লোকজন কোন অভিযোগ না দেওয়ায় তিনিলাশ দাফনের অনুমতি দেন।ডোমার থানার এস,আই, খাদেমুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন,কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।