ইউপি সদস্যের ভাতিজা হওয়ায়--। ডোমারের গোমনাতীতে ৩০হাজার টাকায় ধর্ষকের দায় মুক্তি।
https://www.obolokon24.com/2016/07/domar_78.html
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মাত্র ৩০ হাজার টাকায় এক ইউপি সদস্যের ভাতিজাকে স্কুল ছাত্রী ধর্ষন চেষ্টার দায় থেকে অব্যাহতি দিলেন প্রভাবশালীরা । চিহ্নিত লম্পটকে গুরু পাপে লঘু দন্ড দেয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমনাতী ইউনিয়নের পূর্ব আমবাড়ী শুকান পুকুর বাজার এলাকায়। সরেজমিনে জানাযায়, ১৭জুলাই রবিবার দুপুরে অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হযরত আলী দেওয়ানীর ছেলে ও নব নির্বাচিত ইউপি সদস্য আব্দুল কাদের কুরু’র লম্পট ভাতিজা ২সন্তানের জনক ওয়ালিয়ার রহমান(৩৫) একই এলাকার এক দিনমুজুরের কন্যা ৮ম শ্রেনীর ছাত্রীকে তার বাড়ীতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে লম্পট ওয়ালিয়ারকে আটক করে গণধোলাই দেয়। পরে বিষয়টি
ধামাচাপা দেয়ার চেষ্টায় গত ১৮ জুলাই গভীর রাতে বিচার সালিশের নাম করে প্রভাবশালীদের সহায়তায় লম্পটের চাচা কুরু মেম্বার মেয়েটির বাবাকে ৩০ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে ধর্ষনের চেষ্টার মতো গুরুতর অপরাধ থেকে দায় মুক্তি দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, মেম্বারের ভাতিজা হওয়ায় মাত্র ৩০ হাজার টাকায় বিষয়টি মিটিয়ে ফেলা হয়।