চিলাহাটিতে নিখোঁজ হবার ১২ দিনেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রের
https://www.obolokon24.com/2016/07/domar_59.html
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে নিখোঁজ হবার প্রায় ১২ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি রাশেদুজ্জামান (১২) নামে এক স্কুল ছাত্রের। হতদরিদ্র পরিবারের এ শিশু নিখোঁজ হওয়ায় মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত ৭ জুলাই (ঈদের দিন) বিকেল থেকে শিশুটি নিখোঁজ।পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার চিলাহাটি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ডিমলা উপজেলার বালাপাড়া শোভানগঞ্জ গ্রামের মিজানুর রহমানের পুত্র রাশেদুজ্জামান (১২) দীর্ঘদিন থেকে তার নানীর বাড়ী চিলাহাটির পূর্ব মাষ্টার পাড়া গ্রামে থেকে পড়াশুনা করতো।ঘটনার দিন বিকালে চিলাহাটি প্রধান পাড়া মাঠে মেলায় আসার কথা বলে নানীর বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হবার প্রায় ১২ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজনের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ওই ছাত্রের পিতা মিজানুর রহমান আজ রবিবার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-৪০০, তাং -১৭/০৭/২০১৬ইং। ছেলেটির কোন সন্ধান পেলে ০১৭৪০৯৭১৩০৩ নম্বরে জানাতে অনুরোধ করছে ছেলেটির পিতা।