ডোমারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সভা অনুষ্ঠিত

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ
আগামী ১৬ জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও  ১টি পৌরসভায় ২৪০টি কেন্দ্রে মোট ৪৩হাজার ২৫৮জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।তার মধ্যে ৬ মাস থেকে ১১  মাস বয়সের ৪ হাজার ৮৭২ জন শিশুকে নীল রঙের একটি ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩৮ হাজার ৩৮৬ জন শিশুকে লাল রঙের একটি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতি কেন্দ্রে ৩ জন করে ২৪০টি কেন্দ্রে ৭২০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিরম্ব কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে উপজেলা  নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 4977319855904203956

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item