ডোমারে এসএসসি উত্তীর্ণদের প্রশংসাপত্র উত্তোলনে হয়রানি

আবু ফাত্তাহ্ পাখি,স্টাফ রিপোর্টারঃ
ডোমার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রসংশাপত্র উত্তোলনে হয়রানির শিকার হচ্ছে মাধ্যমিক উত্তীর্ণ (এসএসসি) শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষ তাদের প্রশংসাপত্র আজ দেব, কাল দেব করে শুরু হয় টালবাহানা। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া।সরজমিনে জানা গছে, উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী একরামিয়া সিনিয়র মাদ্রাসায় ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন দাখিল পরীক্ষায় পাস করে।সরকার অনলাইনে ভর্তিও প্রক্রিয়া চালু করলে মফস্বলের প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়ে। এতে মফস্বলের মেধাবী শিক্ষার্থীরা শহরের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে সহজেই ভর্তি হতে পারছে। শিক্ষার্থী সংকটে পড়ে মফস্বলের এসব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের শিক্ষার্থী সহজে ছাড়তে চাচ্ছে না। জানা গেছে, শিক্ষার্থী আরজিনা আক্তার, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন শিক্ষা বোর্ডে এস এম এস করে অন্য কলেজে ভর্তির চেষ্টা করে। এরপরে শুরু হয় ভোগান্তি। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের প্রশংসাপত্র আজ দেব, কাল দেব করে, শুরু করে টালবাহানা। দাখিল উত্তীর্ণ শিক্ষার্থী আরজিনা আক্তার জানায়, সৌভাগ্যক্রমে আমি ডোমার মহিলা ডিগ্রি কলেজে ভর্তি হতে মেধা তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছি। প্রশংসাপত্রের জন্য ভর্তির প্রক্রিয়া শেষ করতে পারছি না। বারবার মাদ্রাসায় যাচ্ছি, স্যাররা দিচ্ছে না। এ ব্যাপারে জামিরবাড়ী একরামিয়া সিনিয়র মাদ্রাসার সুপারেনটেন্ডেট আবুল হাছান জানান, ওরা (শিক্ষার্থীরা) এলে প্রশংসাপত্র দেয়া হবে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াছমিন জানান, এটা বিধিবহির্ভূত। অভিভাবক বা শিক্ষার্থীরা আমাদের কাছে লিখিত অভিযোগ করলে আমরা বোর্ডকে জানাব এবং বোর্ড তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 9115151761173500325

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item