ডোমারের গোমনাতীতে মেম্বারের ভাতিজা স্কুল ছাত্রীকে ধর্ষন করতে গিয়ে গণধোলাইয়ের শিকার

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মেম্বারের ভাতিজা স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা। এলাকাবাসীর হাতে আটক, গণধোলাইয়ের শিকার। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমনাতী ইউনিয়নের পূর্ব আমবাড়ী শুকান পুকুর বাজার এলাকায়। সরেজমিনে জানাযায়, ১৭জুলাই রবিবার দুপুরে অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য আব্দুল কাদের কুরুর লম্পট ভাতিজা ২সন্তানের জনক ওয়ালিয়ার রহমান(৩৫) উক্ত গ্রামের এক দিনমুজুরের কন্যা ৮ম শ্রেনীর ছাত্রীকে তার বাড়ীতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকারে বাজারের লোকজন গিয়ে লম্পট ওয়ালিয়ারকে আটক করে ঘড়ের খুটিতে বেঁধে রাখে এবং গণধোলাই দেয়। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টায় বিচার সালিশের নাম করে লম্পটের চাচা কুরু মেম্বার ও তার সহযোগি মিলে  নবনির্বাচিত চেয়াম্যান আব্দুল হামিদের দোহাই দিয়ে লম্পটের বাঁধন খুলে মুক্ত করে। মেয়েটির বাবা প্রতিদেককে জানান, ওয়ালিয়ার আমাদের আত্বীয় সেই সুবাদে বাড়ীতে আসা যাওয়া করে, বাড়ী ফাঁকা দেখে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমার মেয়েকে ধর্ষনের চেষ্টা চালায়। তবে চেয়ারম্যান ও মেম্বার বিচারের দায়ীত্ব নিয়েছে, তাদের উপরে কথা বলার সাহস নাই, সঠিক বিচার না পেলে আইনের আশ্রয় নিবো।নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, আমি নীলফামারীতে এসেছি, বিষয়টি মোবাইলে শুনেছি এলাকায় গিয়ে ব্যবস্থা নিবো। ওয়ালিয়ারে চরিত্রটাই এমন সে এলাকায় লম্পট নামে পরিচিত এর আগেও কয়েকবার এধরনের ঘটনা ঘটিয়েছে এবং স্থানীয় ভাবে বিচার সালিশও হয়েছে বলে একাধিক ব্যাক্তি জানান। তবে তার চাচা কুরু মেম্বার নির্বাচিত হওয়ায় ক্ষমতার দাপট দেখীয়ে বেশী বে-পরোয়া হয়ে উঠেছে। তবে বিষয়টি টাকার বিনিময়ে রফাদফা হতে পারে বলে অনেকে ধারনা করেন। লম্পট ওয়ালিয়ারের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান নির্যাতিতা স্কুল ছাত্রীটি।

পুরোনো সংবাদ

নীলফামারী 5706208021031722441

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item