ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নে ছাত্র-ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাৎ

এ.আই পলাশ ঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ চান্দখানা বোদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষকের বিরুদ্ধেছাত্র-ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ করেছে ভুক্তভোগী অভিভাবকরা।তারা অভিযোগ করেন, দীর্ঘদিন যাবত উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তার খেয়ালখুশিমত  প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকেই দুনীর্তির ব্যাড়াজালে বন্দি করে রেখেছে এই প্রধান শিক্ষক । গত ১৫ জুলাই ২০১৬ ইং উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৬৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে উপবৃত্তির টাকা প্রদান করার কথা থাকলেও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তৈয়ব মাস্টার  উপবৃত্তির টাকা প্রদানকারী ব্যাংক কর্মকর্তার সঙ্গে আতাত করে প্রায় ১৫-২০ জন হত দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের অভিভাবদের কাছ থেকে ছবি ও উপবৃত্তির কার্ডে স্বাক্ষর নিয়ে টাকা না দিয়ে তাদের লাঞ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন তারা। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক আব্দুল লতিফ জানান তার সন্তান এলিন চতুর্থ শ্রেণি, জেরিন ৫ম শ্রেণিতে পড়ে তাদের নামে উপবৃত্তির কার্ড থাকা সত্তেও তাদেরকে টাকা প্রদান করা হয়নি।একই ভাবে মিনার অভিযোগ তার মেয়ে ২য শ্রেণির ছাত্রী রেখার উপবৃত্তির কার্ড থাকা সত্তেও তাকে টাকা প্রদান করা হয়নি, মোয়ারার অভিযোগ তার  সন্তান মনির চতুর্থ শ্রেণি এবং রিফাত প্রথম শ্রেণি, অভিভাবক ইতি বলেন তার সন্তান আলিফ ৫ম শ্রেণি সাম্মী ২য় শ্রেণিকে পড়ে এবং তাদের নামে উপবৃত্তির কার্ড থাকা সত্তেও  উক্ত প্রধান শিক্ষক তাদেরকে টাকা প্রদান করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ চান্দখানা বোদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই একজন দুর্নীতিবাজ আর তাকে সহযোগীতা করে শিক্ষা অফিস তাই তিনি নিজের খেয়াল খুশি মত প্রতিবার উপবৃত্তির টাকা আত্মসাৎ থাকেন। এব্যাপারে স্থানীয় সাংবাদিক গণ ঘটনাস্থল থেকে  ডোমার উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে এই অভিযোগের কথা জানালে তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে স্থানীয় সাংবাদিকদের জানান। উল্লেখ্য বর্তমান সরকার শিক্ষার মানকে এগিয়ে নিয়ে দুনীর্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকল সরকারি কর্মচারীর বেতন স্কেল বৃদ্ধি করে দিয়েছেন  ঠিক সেই মুহুর্তে একজন দুর্নীতিবাজ শিক্ষকের কারণে  সরকারের সেই সৃজনশীল মনোভাব ও কর্মকান্ডকে ব্যহত করছে। এব্যাপারে উধৃতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি একান্ত প্রয়োজন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8703820770238798870

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item