ডিমলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন।
https://www.obolokon24.com/2016/07/dimla_19.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
" জল আছে যেখানে - মাছ চাষ সেখানে " এ শ্লোগানকে সামনে রেখে সকল অব্যবহৃত জলাশয়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে এ বছরে দুই থেকে তিন লাখ টন অতিরিক্ত মৎস্য উৎপাদনের লক্ষ্য নিয়ে আজ সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। মৎস্য সম্পদ উন্নয়নের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে আরো মজবুত ও স্বনির্ভর করে দেশবাসীকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করা এ কর্মসূচির মূল উদ্দেশ্য। নীলফামারীর ডিমলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।মঙ্গলবার সকালে অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন ১৯ -- ২৫ জুলাই পর্যন্ত সারাদেশব্যপী জাতীয় ভাবে মৎস্য সপ্তাহ পালন করছি। তিনি আরো বলেন এ উপজেলায় বিশুদ্ধ পানির অভাবে মৎস্য চাষ ব্যাহত হচ্ছে।ব্যাপক মাছ চাষের মাধ্যমে ডিমলা উপজেলার মানুষের আমিষের চাহিদা পুরন করা ছাড়াও বেকারত্ব দুরীকরনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে মাছ চাষ।সংবাদ সম্মেলনে ডিমলা প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।