দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে ২ব্যবসায়ীর জরিমানা
https://www.obolokon24.com/2016/07/debigang_55.html
মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ
দেবীগঞ্জ বাজারে ঔষুধের মেয়াদ উত্তিন্ন হওয়া সত্তেও ঔষধ দোকানে রাখার অপরাধে ও ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে দুই ঔষধ ব্যবসায়ীর নিকট মোবাইল কোট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় । মঙ্গলবার বিকালে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঠাকুরগাও ড্রাগ অফিসের ড্রাগ সুপার আব্দুল মালেক ও থানা পুলিশকে সাথে নিয়ে দেবীগঞ্জ বাজারে বিভিন্ন ঔষধ ফার্মেসীতে মোবাইল কোট পরিচালনা করেন ।
দেবীগঞ্জ বাজারের বিজয় চত্তর মোড়ে দুই ঔষুধ ফার্মেসীতে অভিযান চালিয়ে তাহের মেডিসিনের ড্রাগ লাইসেন্স না থাকার কারনে আবু তাহেরকে ১০হাজার টাকা ও পুস্পিতা ড্রাগ হাউজকে দোকানে মেয়াদ উত্তিন্ন ঔষুধ রাখায় ৮ হাজার টাকা মোবাইল কোটের মাধ্যমে জরিমানা প্রদান করেন।