চিলাহাটীতে প্রচন্ড গরমে বাঘ শাবক লোকালয়ে
https://www.obolokon24.com/2016/06/tiger.html
এ.আই পলাশঃ
আবহাওয়ার বৈপরীতায় বনের পশু লোকালয়ে এসে মারা পড়ছে। বন-জংগল আশ্রয়স্থল থাকলেও বিভিন্ন কারণে বন-জংগলে থাকতে না পেরে আশ্রয় ও খাবারের খোঁজে লোকালয়ে এসে মানুষের হাতে মারা পড়ছে বিভিন্ন প্রাণী। ১৮জুন দুপুর ২.০০টায় সাবেক ছিটমহল বালাপাড়া খাগড়াবাড়ীতে ৩ফিট একটি চিতা বাঘ শাবক এলাকাবাসির হাতে মারা পড়ে। সমশেরপাড়ার রহিদুল ইসলাম বলেন, বাড়ীর পাশে শিয়ালের মতো জন্তুটি দেখে কয়েকজন মিলে তাড়া করি। কিন্তু মেরে দেখি ওটা বাঘের বাচ্চা। দর্শনার্থী শিক্ষক মোজাম্বেমল হক বলেন, পশুটি চিতা বাঘের ছানা। প্রত্যক্ষদর্শী ফরিদুল ইসলাম জানান, কালরাতে একটি ছাগলের বাচ্চা নিয়ে গিয়েছিল। মনে করেছি শিয়াল বা বনবিড়াল হবে। কিন্তু এখন দেখছি ওটা বাঘ। গ্রাম্য ডাক্তার হাকিমুল ইসলাম বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে। খাবারের খোঁজে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে এসব প্রাণী লোকালয়ে এসে মারা পড়ছে। আমাদেরকে সচেতন হওয়া উচিত। তিনি বলেন, এসব প্রানী না মেরে প্রশাসনে খবর দিলেই তারা এসে নিয়ে যাবেন।