পাগলাপীরে চিনির বাজার লাগামহীন।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে বিভিন্ন হাটবাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় ভুক্তভোগী ক্রেতা সাধারণ পড়েছেন বিপাকে। বিশেষ করে ঈদ উৎসবকে ঘিরে হাটবাজারে চিনির দাম লাগামহীন হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অঞ্চলের ঈদ উৎসব মুখর ধর্মপ্রাণ ব্যক্তিরা। জানাগেছে পাগলাপীর বন্দর সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে খুচরা ব্যবসায়ীরা যে চিনি মাস পূর্বে ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছেন, এখন দফায় দফায় দাম বেড়ে যাওয়ায় ৬৫ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সরেজমিনে গতকাল শনিবার পাগলাপীর বন্দরের গোলচত্ত্বরে চায়ের দোকানী বুদারু, নুরমোহাম্মদ, ডালিয়া সড়কের চায়ের দোকানী শিমুল জানান, চিনির কেজিতে ১ /২ টাকা, ২/৩ টাকা দাম বাড়তে বাড়তে গত ১ মাসে কেজিতে ২৫ টাকা দাম বেড়ে ৬৫ টাকা দাড়িয়েছে। এ অবস্থায় চলতে থাকলে চায়ের দোকান বন্ধ হয়ে যাবে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। অঞ্চলের খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করে প্রতিনিধিকে জান ান , চিনির দাম বাড়বে না বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও প্রশাসনের উদাসীনতায় চিনির বাজার নিয়ন্ত্রন করছেন কালো বাজারী সিন্ডিকেট চক্ররা। ফলে আসন্ন ঈদুল ফিতর উৎসবে অঞ্চলের ধর্মপ্রাণ ব্যক্তিদের চড়া দামে হাটবাজারে ক্রয় করতে হচ্ছে চিনি।

পুরোনো সংবাদ

রংপুর 1776034554828912433

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item