ফকিরানে পুকুরের মালিকানা দাবী করে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগ-আহত ১০ জন
https://www.obolokon24.com/2016/06/rangpur_19.html
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
রংপুরের পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ফকিরান বালাপাড়া গ্রামে দুটি মাছ চাষ করা পুকুরের মালিকানা দাবী করে মারপিট ও অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ শফিকুল বাহিনীর হামলায় বালাপাড়া কর্মজীবি নারী ও পুরুষ সমিতি নামে একটি সংগঠনের ১০ সদস্য গুরুত্বর আহত এবং অগ্নিসংযোগে সমিতির টিনের ঘর অফিস গোডাউন ও মাছের খাদ্য সহ মূল্যবান জিনিসপত্র ফলজ-বনজ গাছ গাছরা পুরে ছাই হয়ে লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় এ সন্ত্রাসী হামলা ঘটনাটি সংগটিত হয়েছে। আহতদের মধ্যে তুষার, মর্জিনা, সাহেতন ও আছমা কর্মজীবি সমিতির ৪ সদস্যের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষিত হওয়ায় বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে টানা টানা চরম উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোন মহুর্তে উক্ত ঘটনা কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে গ্রামের সচেতন মহল আশংক্ষা করছেন। জানা গেছে, গ্রামের কামরুল ইসলাম ওবায়দুল ও আজিজুল ইসলামের নেতৃত্বে ২৫ জন ব্যক্তি বালাপাড়া কর্মজীবি পুরুষ নারী নামে একটি সমিতি গঠন করে সঞ্চয়ী অর্থ দিয়ে গ্রাম সংলগ্ন পাশের মমিনপুর ইউনিয়নের কূর্শা বলরামপুর মৌজায় কোটি টাকা মূল্যের সাড়ে ৫ একর সম্পত্তির উপর ২টি পুকুর ডোবা খনন করে যেখানে মাছ চাষাবাদ করে আসছে। ঘটনার দিন গতকাল দুপুর সাড়ে ১২টায় একই বালাপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের পুত্র শফিকুল ইসলামের নেতৃত্বে ইউসুফের পুত্র শাহিনুর, নছিরের পুত্র আসাদুল, আকবরের পুত্র নুরু মিয়া, মকবুলের পুত্র শফিকুল ধোন্দল, জপুর উদ্দিনের পুত্র নয়া মিয়া, মনসুর আলীর পুত্র জাহেদুল, হবিবারের পুত্র আশরাফুল ভেলসা, মহের চন্দ্রের পুত্র ব্রেন চন্দ্র, নয়া মিয়ার পুত্র আতাউর, ইউসুফের পুত্র চেংকাটু, জহুরের পুত্র নাজরুল সহ ৩৫/৪০জন ব্যাক্তি লাঠি সোটা অস্ত্রে সস্ত্রে ওই পুকুর পাড়ে গিয়ে মালিকানা দাবী করছেন। প্রথমে সমিতির লোকজনের সাথে প্রতিপক্ষ শফিকুল বাহিনীর কথা কাটাকাটি। এক কথায় দু কথায় প্রতিপক্ষ শফিকুল বাহিনীর লোকজন সমিতির সদস্যদের উপর চড়াও হয়ে এলোপাতারি ভাবে মারপিট করেন এবং পুকুরের উপর সমিতির টিনের ২০ হাতের অফিস ঘর গোডাউন মাছের খাদ্য মূল্যবান কাগজ পত্র টিউবয়েল ৮টি কাঠাল গাছ ২টি নিম গাছ ও বনজ গাছ ৩টি অগ্নি সংযোগে পুড়ে ছাই হয়। এ ঘটনায় কোতয়ালী থানার পুলিশ তদন্ত করেছেন। স্বরে জমিনে বালাপাড়া কর্মজীবি নারী পুরুষ সমিতির সভাপতি কামরুজ্জামান ওবায়দুল সম্পাদক আজিজুল ইসলাম প্রতিনিধিকে অভিযোগ করে বলেন প্রতিপক্ষ শফিকুল ইসলাম ও তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে আমাদের মৎস্য চাষ করা পুকুর ২টিকে নিয়ে ষরযন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে বিভিন্ন সময় অসময় আমাদের সমিতির সদস্যদের প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে আসছেন। এ ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের দৃষ্টি কামনায় গত ০৫-০৮-২০১৫ইং সালে রংপুর কোতয়ালী থানা সহ প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ দাখিল করা হয়েছে। তারা এ সন্ত্রাসী হামলা ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।