পাগলাপীরে সামান্য বৃষ্টিপাতে কাদা পানি একাকারে- জনদুর্ভোগ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
সামান্য বৃষ্টিপাতের পানিতে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে কাদা পানি ও কাদা জোটে একাকারে পরিণত হওয়ায় পথচারী সহ ভুক্তভোগী সাধারণ মানুষজনের দুর্ভোগ চরমে উঠেছে। জানাগেছে গত সোম, মঙ্গল ও বুধবার টানা তিন দিন নিরবিচ্ছিন্ন বৃষ্টিপাতের পানিতে পাগলাপীর বন্দরের ৫টি জনগুরুত্বপুর্ণ সড়ক সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে সড়কের মোড়ে বৃষ্টির পানি আটকা পড়ে জলাবদ্ধতা সৃষ্টি, কোথাও কোথাও কাদা পানি ও কাদাজোটের একাকারে পরিণত হয়েছে। বিশেষ করে লাহেড়ীর হাট শ্যামপুর বদরগঞ্জ সড়ক, রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়ক, গোলচত্ত্বরের ফলমুল বাজার, ডালিয়া বাস স্ট্যান্ড মোড়, রংপুর বাসস্ট্যান্ড মোড়ে কাদা পানি ও কাদাজোটে ভয়াবহ অবস্থা ধারণ করায় পথচারী সহ বিভিন্ন ব্যবসায়ী মহলের নাভিশ্বাস বেড়েই চলছে। অথচ দীর্ঘ দিন ধরে পাগলাপীর বাসী পানি নিষ্কাশনের জন্য পাগলাপীর বন্দরের ৫টি সড়কের ড্রেন নির্মানের দাবী জানিয়ে আসলেও তা আজও পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে না। ফলে সরকার ও তার প্রশাসনের বিমাতা সুলভ আচরনের কারণে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পাগলাপীর বাসী। তবে ইতিমধ্যে পানি নিষ্কাশনের জন্য ২১ লক্ষ টাকা ব্যয়ে সড়ক জনপদ বিভাগ রংপুরের অধীনে পাগলাপীর ডালিয়া বুড়িমারী সড়কে একটি ড্রেন নির্মানের কাজ চলছে। আশা করা যাচেছ, ২/১ দিনের মধ্যে নির্মানাধীন ড্রেনের কাজ শেষ হবে।

পুরোনো সংবাদ

রংপুর 2127066340308321911

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item