নীলফামারীতে সর্বোচ্চ ফিতরা ১১৫৫ টাকা
https://www.obolokon24.com/2016/06/nilphamari-fitor.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৪ জুন॥
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নীলফামারী জেলার জন্য সাধ্য অনুযায়ী পরিবার গুলোর জনপ্রতি হারে চার ধরনের হিসাব অনুযায়ী ফিতরা নির্ধারণ করা হয়েছে।জেলা পর্যায়ে আলেমদের উপস্থিতিতে ফিতরা নির্ধারণ করা হয়।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর প্রতিটি মসজিদে জনপ্রতি ফিতরার হার ঘোষনা করা হয়েছে। এর মধ্যে সর্বচ্চো ফিতরা ১১৫৫ টাকা ও সর্ব নি¤œ ফিতরা ধরা হয়েছে ৫৩ টাকা।
নীলফামারী ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ এরফান আলী জানান জেলা পর্যায়ে আলেমদের নিয়ে বিশেষ সভায় নীলফামারী জেলার জন্য চারটি ভোগ্যপণ্যের মুল্যের উপর চার ধরনের ফিতরা নির্ধারণ করা হয়।
এর মধ্যে তিনকেজি ৩০০ গ্রাম কিসমিছের মূল্যে এক হাজার ১৫৫টাকা, তিন কেজি ৩০০ গ্রামের খেজুরের মূল্যে ৫৯৪ টাকা, তিন কেজি ৩০০ গ্রামের চালের মূল্যে ১০০ টাকা ও এক কেজি ৬৫০ গ্রামের প্যাকেট টাকার মূল্যে ৫৩ টাকা জন প্রতি ফিতরা নির্ধারন করা হয়েছে।
নীলফামারী বড় মসজিদের ইমাম খন্দকার আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা পর্যায়ে আলেমদের উপস্থিতিতে ফিতরা নির্ধারণ করা হয়। এতে পরিবারের জনপ্রতি যার যেটা সাধ্যে কুলাবে তারা সেভাবে এই ফিতরা গভীর দুখি মানুষের মাঝে বিতরন করতে পারবেন।