জলঢাকায় নির্বাচনে ভাইয়ের পক্ষে কাজ না করায় কর্মচারীর বিল বন্ধ করলেন অধ্যক্ষ

মর্তুজা ইসলাম, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর নৌকা মার্কার পক্ষে কাজ করার কারণে ও অধ্যক্ষের ভাইয়ের পক্ষে কাজ না করায় এক কর্মচারীর বিল বন্ধ করার অভিযোগ করেছেন উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের মীরগঞ্জহাট ডিগ্রী কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী হেলালুজ্জামান হেলাল। বিল বন্ধ করায় পবিত্র রমজান মাসে ওই কর্মচারী পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছে। হেলালুজ্জামান হেলাল ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ বজলুর রহমান বজুর বিরুদ্ধে অভিযোগ করে সাংবাদিকদের বলেন,'১৯৯৪ সালে প্রতিষ্ঠাকালীন থেকে প্রতিষ্ঠানটিতে চতুর্থ শ্রেনীর কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করে আসছি। নিয়মিত বেতন /ভাতাও পেয়েছি। কিন্তু আমার জন্য কাল হয়ে গেছে দলীয় ভিত্তিতে গত ২৮মে/১৬ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন। পারিবারিক ভাবে আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। এছাড়া আমি মীরগঞ্জ ইউনিয়ন যুবলীগ আহবায়ক ও উপজেলা যুবলীগের সদস্য। তাই দেশ এবং দলকে ভালবেসে নি:স্বার্থ ভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করাটাই হয়েছে আমার অপরাধ। সাম্প্রতিক সময়ে শেষ হওয়া নির্বাচনে অত্র  কলেজের অধ্যক্ষ সাহেবের চাচাত ভাই ছিলেন প্রার্থী। অধ্যক্ষ সাহেব তার চাচাত ভাই ন্বতন্ত্র প্রার্থীর পক্ষে নিয়ে নির্বাচনে প্রচারনা চালাতে বললে আমি প্রত্যাখ্যান করি। ফলে মে মাসের আমার বিল বন্ধ করে দেয় তাই পবিত্র রমজান মাসে আমার পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহার-অনাহারের মাঝে রোজা পালন করছি । আর সামনে ঈদে কি হবে জানিনা। তিনি আরও বলেন, গত ৪ ও ৬ জুন আমি কলেজে আসি হাজিরা খাতায় স্বাক্ষর করি শারিরীক অসুস্থতাবোধ করলে আমার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ডাক্তার দেখায়। সেদিন প্রতিষ্ঠান হতে ডাক্তার দেখাতে যাওয়ার সূত্র ধরেই অধ্যক্ষ সাহেব হাজিরা খাতায় আমার করা স্বাক্ষরের উপর অনুপস্থিত দেখান। এবং ১১ ও ১৯ জুন দু'দফায় কারণ দর্শানো নোটিশ প্রেরন করেন। অথচ, অধ্যক্ষকে ম্যানেজ করে এখানকার চতুর্থ শ্রেনীর কর্মচারীদের মধ্যে কেউ দেদারছে ঢাকা শহরে সিকিউরিটি গার্ডের চাকুরী করছে, কেউ ব্যবসা করছে,  কেউবা আসেইনা । তাদের বেলায় কিছুই হয়না। কর্মচারীর বিল বন্ধ হওয়ার বিষয়ে কথা হলে মীরগঞ্জ ডিগ্রী কলেজের সভাপতি আশরাফ আলী বলেন, আমি অধ্যক্ষের সাথে প্রায় দুই মাস হতে কথা বলিনা। শুনেছি স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় হেলালের বিল বন্ধ করাসহ নানা ভাবে মানষিক নির্যাতন করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে যদি এমন হয় তাহলে তার মতো একজন মুজিব আদর্শের সৈনিক ও কর্মনিষ্ঠ ছোট কর্মচারী যাবে কোথায়? অভিযোগের বিষয়ে মীরগঞ্জ হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বজলুর রহমান বজু বলেন, তার বিরুদ্ধে (হেলাল) নিয়মিত অফিস না করা সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কলেজ কমিটির সিদ্ধান্তেই তার বেতন বন্ধ করা হয়েছে। এ ক্ষেত্রে ভোটের বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।  

পুরোনো সংবাদ

নীলফামারী 7630325698772084669

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item